Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওয়াশিংটনের গতিবিধি উদ্বেগজনক : মস্কো

ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৯, ২:০২ এএম

যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপের যে ইঙ্গিত দিয়েছে সে ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ল্যাটিন আমেরিকার এই দেশটির সরকারের সঙ্গে বিরোধী দলগুলোর আলোচনা ভণ্ডুল করার চেষ্টা করছে ওয়াশিংটন। আমরা ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপ সংক্রান্ত কথাবার্তার আভাষ পাচ্ছি। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট হিসেবে নিকোলাস মাদুরোকে নয় বরং দেশটির পার্লামেন্টের অন্য কোনও প্রতিনিধিকে স্বীকৃতি দিতে চায়। এসব কথাবার্তা অত্যন্ত উদ্বেগজনক। বুধবার রাশিয়ার রাজধানী মস্কোয় এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। ল্যাভরভ বলেন, ভেনেজুয়েলার ব্যাপারে এসব গতিবিধি প্রমাণ করে, আমেরিকা বিশ্বের যেসব সরকারকে অপছন্দ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অব্যাহত রেখেছে ওয়াশিংটন। বৃহৎ তেলের মজুদ থাকা সত্তে¡ও গত কয়েক বছর ধরে কঠিন অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে ভেনেজুয়েলাকে। সা¤প্রতিক সময়ে দেশটির সাধারণ মানুষকে সীমান্ত পাড়ি দিয়ে কলম্বিয়া থেকে খাদ্যসহ অন্যান্য জরুরি সামগ্রী সংগ্রহ করতে দেখা গেছে। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এই পরিস্থিতির জন্য আমেরিকাকে দায়ী করেছেন। তিনি বলেন, মার্কিন সাম্রাজ্যবাদের বিরোধিতা করার কারণে ওয়াশিংটন তার সরকারের পতন ঘটাতে এই অর্থনৈতিক দুরাবস্থা চাপিয়ে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর হুমকি দিয়ে বলেছিলেন, ভেনেজুয়েলার চলমান সংকট নিরসনের লক্ষ্যে তিনি দেশটিতে ‘সামরিক হস্তক্ষেপ’-এর সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছেন না। ২০১৯ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ছয় বছরের জন্য ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন নিকোলাস মাদুরো। গত বছর বিরোধীদের বর্জন করা নির্বাচনে জয় পান তিনি। ওই নির্বাচনের সমালোচনা করে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং লিমা গ্রুপ। ২০১৮ সালের ২০ মে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। জনপ্রিয় দুই বিরোধী নেতাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় বাধা দেওয়ার পর প্রধান বিরোধী জোট ডেমোক্র্যাটিক ইউনিটি রাউন্ডট্যাবল (এমইউডি) নির্বাচন বর্জন করে। নির্বাচনে প্রেসিডেন্ট মাদুরো ৫৮ লাখ ভোট পেয়েছেন বলে জানায় দেশটির জাতীয় নির্বাচন পরিষদ। সাবেক প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের রাজনৈতিক উত্তরাধিকারী মাদুরো বলে থাকেন,তিনি সমাজতন্ত্র ধ্বংস করার ও ওপেকভুক্ত তেল উত্তোলনকারী দেশগুলোর সম্পদ লুট করার সাম্রাজ্যবাদী ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করছেন। তবে বিরোধীদের দাবি,বামপন্থী এই নেতা ভেনেজুয়েলার এক সময়ের সমৃদ্ধ অর্থনীতি ধ্বংস করেছেন ও নিষ্ঠুরভাবে ভিন্নমত দমন করেছেন। পার্সটুডে, রয়টার্স



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওয়াশিংটনের গতিবিধি উদ্বেগজনক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ