Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিপর্যস্ত ইউরোপের জনজীবন

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৯, ২:০২ এএম

টানা দু’সপ্তাহেরও বেশি সময় ধরে চলা তুষারপাতের কারণে ইউরোপের বিভিন্ন পর্বতে দেখা দিয়েছে তুষারধস। আল্পস পর্বতমালায় আরও ভারী তুষারধসের সতর্কতা জারি করা হয়েছে। অস্ট্রিয়ায় তুষারধসে একটি আবাসিক হোটেল ক্ষতিগ্রস্ত হয়ে আহত হয়েছেন অর্ধশত পর্যটক। এদিকে যুক্তরাষ্ট্রে তুষারঝড়ের ক্ষতি এখনও কাটিয়ে উঠতে পারেননি স্থানীয়রা। এর মধ্যেই ক্যালিফোর্নিয়ায় নতুন করে ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার সুইজারল্যান্ডের ডাভোসে তুষারধসের এ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এ-দুর্যোগে হতাহতের ঘটনা ঘটেনি। তবে দেশটির অন্যান্য অঞ্চলে এখনও সড়ক, রেল ও বিমান যোগাযোগ বন্ধ রয়েছে। জনজীবন তাই স্বাভাবিক হয়নি গত দুসপ্তাহের বেশি সময় পেরোলেও। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিপর্যস্ত ইউরোপের জনজীবন

১৮ জানুয়ারি, ২০১৯
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ