Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক ঘুষিতেই ভাঙল ফ্ল্যাটের দেয়াল

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৯, ২:০২ এএম

স¤প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল একটি ভিডিও। সেখানে দেখা গেছে, নিজের বাড়ির দেয়ালে ঘুষি মারছেন এক ভদ্রলোক। আর তার সেই আঘাতে দেয়াল তাসের ঘরের মতো ভেঙে যাচ্ছে। না, এটি কোনো হলিউড ছবির দৃশ্য নয়, আর ওই ব্যক্তি জনপ্রিয় কমিক চরিত্র হাল্কও নয়। সত্যি সত্যি এমনটি ঘটেছে ভারতের মুম্বাইয়ের এক ব্যক্তির সদ্য কেনা ফ্ল্যাটে। নিজের সঞ্চিত সব অর্থ (তিন কোটি টাকা) খরচ করে মুম্বাইয়ে একটি ফ্ল্যাট কিনেছিলেন ওই ভদ্রলোক। আর সেই বাড়ির দেয়ালে সজোরে ঘুষি মারলেই তা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। ফ্ল্যাটের প্রায় প্রতিটি দেয়াল রীতিমতো ভঙ্গুর। হতাশ হয়ে তার সদ্য কেনা ফ্ল্যাটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। ৪ মিনিট ৫৫ সেকেন্ডের ওই ভিডিওটিতে তিনি দেখান, কীভাবে এক ঘুষিতে তার ফ্ল্যাটের দেয়াল ভেঙে যাচ্ছে। দেখা গেছে, দেয়ালটি কার্ডবোর্ডজাতীয় কিছু দিয়ে তৈরি করা হয়েছে। ভেতরে গ্লাসউলজাতীয় কিছু দেয়া। সিমেন্টের কোনো চিহ্নই নেই সেখানে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঘুষিতেই ভাঙল ফ্ল্যাটের দেয়াল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ