Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বঙ্গোপসাগরে ৬ মাত্রার ভূমিকম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৯, ৬:১৫ পিএম

বঙ্গোপসাগর অঞ্চলে বৃহস্পতিবার সকালে রিখটার স্কেলে ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্র ছিল আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জের ৮৪ কিলোমিটার গভীরে।

বাংলাদেশ সময় সকাল ৯টা ১৫ মিনিটে এ ভূমিকম্প হয় বলে ভারতের জাতীয় ভূকম্পবিদ্যা কেন্দ্র জানিয়েছে। ভারতের জাতীয় সমুদ্র তথ্য সেবা কেন্দ্র জানিয়েছে, এ ভূমিকম্পের ফলে সমুদ্রের স্তর বৃদ্ধি পায়নি বলে সুনামি দেখা দেয়নি। তাৎক্ষণিকভাবে পাওয়া সংবাদে প্রাণহানি বা সম্পদের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি বলে কর্মকর্তারা জানিয়েছেন। তবে স্থানীয়রা কম্পন টের পেয়েছেন।

উল্লেখ্য, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভূকম্পন প্রবণ এলাকা। এমনকি ২০১৫ সালের ৯ নভেম্বর সেখানে ২৪ ঘণ্টার মধ্যে ১২ বার ভূমিকম্প দেখা দেয়। রিখটার স্কেলে যেগুলোর মাত্রা ছিল ৫ বা তারও বেশি। সূত্র: ইন্টারনেট।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভূমিকম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ