মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : তুরস্ক প্রথমবারের মতো স্বীকার করল যে তার বিশেষ বাহিনী গত শনিবার সিরিয়ায় প্রবেশ করেছে। অবশ্য এটিকে গোয়েন্দা মিশন বলে দাবি করেছে আঙ্কারা। তুরস্ক সরকার নজিরবিহীনভাবে স্বীকার করল যে দেশের বাইরে তারা বিশেষ বাহিনী মোতায়েন করেছে। সিরিয়া সীমান্তের কাছে তুর্কি শহর কিলিসে প্রতিদিন রকেট হামলা চালাচ্ছে ইসলামিক স্টেট। এতে বহু লোক মারা যাচ্ছে। এ হামলার জবাব দিতেই তুরস্ক বিশেষ বাহিনী মোতায়েন করেছে। এদিকে পৃথক এক বিবৃতিতে তুর্কি সামরিক বাহিনী জানিয়েছে যে উত্তর সিরিয়ার বারাগিতা এলাকায় তুর্কি বিশেষ বাহিনীর অভিযানে গত শনিবার ইসলামিক স্টেটের ৫৫ জঙ্গি নিহত হয়েছে। অপর খবরে বলা হয়, সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো নগরী ও তার চারপাশের এলাকার নাজুক যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৮ ঘণ্টা বাড়ানো হয়েছে। সিরীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত ১টা থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়া যুদ্ধবিরতি সম্প্রসারণের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার পরই আলেপ্পোর যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলো। এর আগে চলতি মাসের ৪ তারিখে ৪৮ ঘণ্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল। পরে মেয়াদ বাড়িয়ে তা ৭২ ঘণ্টা করা হয়। প্রসঙ্গত, সিরিয়ায় গত পাঁচ বছরের গৃহযুদ্ধে নিহত হয়েছেন অন্তত আড়াই লাখ মানুষ। আল-জাজিরা, এবিসি নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।