Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিবগঞ্জে দুটি বিদেশি পিস্তলসহ ব্যবসায়ী আটক

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০১৯, ২:৫৩ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কাগমারী এলাকা থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আটক অস্ত্র ব্যবসায়ী হলেন- উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ঊনিশবিঘির নজরুলের ছেলে ইউসুফ আলী (২৮)। র‌্যাব জানায়, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কাগমারী এলাকার দিলালপুর মোড়ে অভিযান চালিয়ে ইউএসএ লিখা দুটি বিদেশী পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী ইফসুফ আলীকে আটক করে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল। এ ঘটনায় র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী হরতাল, অবরোধসহ দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে দুষ্কৃতিকারীদের অবৈধ আগ্নেয়াস্ত্রের চাহিদা বৃদ্ধি পেয়েছে। যার প্রেক্ষিতে অস্ত্র ব্যবসায়ীরা আবারও সক্রিয় হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র‌্যাবের গোয়েন্দা নজরদারী বৃদ্ধির পাশাপাশি র‌্যাবের একটি দল চাঁপাইনবাবগঞ্জের শীর্ষ অস্ত্র ব্যাবসায়ী ইউসুফকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগ্নেয়াস্ত্রসহ আটক করতে সক্ষম হন। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অস্ত্রসহ আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ