বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় নিখোঁজের সাতদিন পর জয় চন্দ্র ঘোষ (১৪) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার (১৬ জানুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার বরকামতা ইউনিয়নের বরকামতা গ্রামে একটি জমি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জয় ওই গ্রামের অমর চন্দ্র ঘোষের ছেলে। সে স্থানীয় এক স্কুলে অষ্টম শ্রেণিতে পড়তো।
স্থানীয় বাসিন্দা গৌতম ঘোষ জানান, গত ৯ জানুয়ারি (বুধবার) সকালে বাড়ি থেকে জয় বের হয়ে আর বাড়িতে ফিরে আসেনি। পরে অনেক খোঁজাখুঁজি করে না পাওয়ায় ১৪ জানুয়ারি (সোমবার) দেবিদ্বার থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়। বুধবার সকালে ওই গ্রামের একটি জমিতে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল এসে জয়ের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, কিভাবে তার মৃত্যু হয়েছে তা এখনি কিছু বলা যাচ্ছে না। মরদেহ পচে ফুলে গেছে। হয়তো ২-৩ দিন আগে তার মৃত্যু হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।