Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২ কিলোমিটার যানজট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০১৯, ১১:৪৩ এএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের মেঘনা সেতু থেকে ঢাকার রায়েরবাগ পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার এলাকাজুড়ে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। ২য় মেঘনা সেতুর উন্নয়ন কাজ করতে গিয়ে ৬ লেনের রাস্তা থেকে ৫ লেন কেটে ফেলায় এ যানজটের সৃষ্টি হয় বলে জানিয়েছেন কাচপুর হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. জাহাঙ্গীর আলম।

এ বিষয়ে কথা হলে নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের টিআই (প্রশাসন) মোল্লা তাসলিম হোসেন বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা এলাকা দিয়ে ছয়টি করে যানবাহন চলাচল করতে পারতো। ২য় মেঘনা সেতুর উন্নয়ন কাজ করতে গিয়ে ৬ লেনের রাস্তা থেকে ৫ লেন কেটে ফেলায় এখন মাত্র একটি করে যানবাহন চলাচল করতে পারছে। এছাড়াও একই অবস্থা কাঁচপুর সেতু এলাকার। অবস্থা উন্নয়ন কাজের জন্য ২টির স্থলে মাত্র একটি করে যানবাহন চলাচল করার কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে।

যানজট নিরসনে ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশের অতিরিক্ত সদস্যর কাজ করে যাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যানজট

১৯ জানুয়ারি, ২০২৩
৯ জানুয়ারি, ২০২৩
১৯ ডিসেম্বর, ২০২২
২৭ নভেম্বর, ২০২২
২৯ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ