পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উপজেলা নির্বাচন জোটগতভাবে হবে না। আমরা দলীয়ভাবে উপজেলা নির্বাচন করবো। নৌকার টিকিটে আমাদের প্রার্থীরা উপজেলা নির্বাচনে অংশ নেবেন। আগামী ১৯ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের জনসভাকে কেন্দ্র করে গতকাল ধানমন্ডির একটি হোটেলে আয়োজিত ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, কোনও শরিক দলের প্রার্থীকে নৌকা দেওয়া হবে না। আদের যারা শরিক আছে তাদের প্রতি আহ্বান থাকবে তারা যেন প্রত্যেকে যার যার মতো করে উপজেলা নির্বাচনে অংশ নেয়।
আগামী মার্চ থেকে ধাপে ধাপে উপজেলা নির্বাচন শুরু হচ্ছে। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে এ নির্বাচনের তফসিল ঘোষণা শুরু হবে। আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দল ও মহাজোট নামে দুটি জোট রয়েছে। ১৪ দলীয় জোটে মূলত বাম ও গ্রগতিশীল ঘরানার রাজনৈতিক দলগুলো এবং মহাজোটে জাতীয় পার্টি ও বিকল্পধারার নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট শরিক হিসেবে রয়েছে।
আওয়ামী লীগের প্রস্তুতি সভায় ওবায়দুল কাদের বলেন, নির্বাচন নিয়ে সংলাপের কোনও প্রয়োজন নেই। সংলাপের কথা বলে ধূ¤্রজাল সৃষ্টি করা হচ্ছে। প্রধানমন্ত্রী নির্বাচনের আগে যে ৭৫টি দলের সঙ্গে সংলাপ করেছেন, তাদের সঙ্গে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের কথাও বলেছিলেন। তিনি বা আমি কেউই সংলাপের কথা উচ্চারণ করিনি। কেউ যদি মনগড়া খবর পরিবেশন করেন তাহলে তো কিছু করার নেই। আমি যে বক্তব্য রেখেছি তার অডিও ভিডিও ক্লিপ রয়েছে, সেখানে সংলাপের কোনও বিষয় নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাদশ জাতীয় নির্বাচনের আগে ঐক্যফ্রন্ট, যুক্তফ্রন্ট, বিএনপি, বাম গণতান্ত্রিক জোট, ইসলামী জোট সব মিলিয়ে মোট ৭৫টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছিলেন। সেই দলগুলোর নেতৃবৃন্দকে আমাদের নেত্রী আবারও গণভবনে আমন্ত্রণ জানাতে চান, শুভেচ্ছা বিনিময়ের জন্য।
সংলাপ হবে না উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমি তো সংলাপ শব্দটি উচ্চারণ করিনি। বলা হয়েছে গণভবনে নেত্রী আমন্ত্রণ জানাবেন, শুভেচ্ছা বিনিময় করবেন। একটু আপ্যায়নের ব্যবস্থাও থাকবে। এই ছিল আমাদের কথা। এখানে ধূম্রজাল কেন হবে, সংলাপ কেন হবে?#
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।