Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতিশ্রুত সীমান্ত দেয়াল নির্মাণের লড়াই অব্যাহত থাকবে : ট্রাম্প

ফাস্টফুড দিয়েই হোয়াইট হাউসে অতিথি আপ্যায়ন

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

নিউ অরলিয়ন্সের এক সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৃষকদের উদ্দেশে বলেছেন, প্রতিশ্রুত সীমান্ত দেয়াল নির্মাণের জন্য তার লড়াই অব্যাহত থাকবে। যখন মার্কিন জনগণকে নিরাপদে রাখার বিষয়টি সামনে চলে আসে, তখন আমি কিছুতেই, কখনোই পিছু হটি না, উল্লেখ করেন তিনি। সোমবার পেন্টাগন মেক্সিকো সীমান্তে তাদের সামরিক মিশনের মেয়াদ চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানোর কথাও জানিয়েছে। সীমান্তের ওই এলাকায় গত বছরের নভেম্বর থেকে কয়েক হাজার সেনাসদস্য মোতায়েন রয়েছে। প্রথমদিকে এ সেনা অবস্থান ডিসেম্বরের শেষ পর্যন্ত থাকবে বলা হলেও পরে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে এ নিয়ে দুই দফা মেয়াদ বাড়ানো হল। অপর এক খবরে বলা হয়, খাবার সরবরাহ ও পরিবেশন কর্মীর ঘাটতি থাকায় ফাস্ট ফুড দিয়েই হোয়াইট হাউসে অতিথি আপ্যায়ন সেরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনার জন্য চার সপ্তাহ ধরে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগ ও সংস্থায় চলা আংশিক অচলাবস্থাকে দায় দিয়েছেন তিনি। সোমবার ট্রাম্প যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপের বিজয়ী দল দ্য ক্লেমসন টাইগার্সকে হোয়াইট হাউসে স্বাগত জানান। মার্কিন প্রেসিডেন্ট তাদেরকে ৩০০ বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই ও পিজা দিয়ে আপ্যায়ন করেন বলে জানিয়েছে বিবিসি। “অচলাবস্থার কারণে, বাইরে গিয়ে আমার খরচে যুক্তরাষ্ট্রন ফাস্ট ফুড অর্ডার করেছি,” সাংবাদিকদের এমনটাই জানান প্রেসিডেন্ট ট্রাম্প। বাজেটে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের বরাদ্দ নিয়ে কংগ্রেস ও হোয়াইট হাউসের মতবিরোধে সৃষ্ট এ অচলাবস্থায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের অনেক কার্যক্রমই বন্ধ হয়ে আছে। রেকর্ড ২৪ দিন ধরে চলা এ ‘অচলাবস্থায়’ হোয়াইট হাউসের আবাসিক কর্মীসহ যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় ৮ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীকে হয় বাধ্যতামূলক ছুটি নয়তো বেতন ছাড়াই কাজ চালিয়ে যেতে হচ্ছে। দেয়াল নির্মাণের বরাদ্দ ছাড়া কংগ্রেস থেকে আসা কোনো বাজেট বিলে স্বাক্ষর করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ট্রাম্প। প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণে থাকা ডেমোক্রেটরাও দেয়াল নির্মাণে প্রেসিডেন্টের চাওয়া অনুযায়ী ৫৭০ কোটি ডলার বরাদ্দে অস্বীকৃতি জানিয়েছে। দুই পক্ষের এ অনড় অবস্থানের কারণে কেন্দ্রীয় সরকারের এক চতুর্থাংশ কার্যক্রম চার সপ্তাহ ধরে বন্ধ আছে। অন্যদিকে ব্যয় সংক্রান্ত নতুন বিল অনুমোদন না হওয়া পর্যন্ত বেতন ছাড়াই কাজ চালিয়ে যেতে হচ্ছে এয়ার ট্রাফিক কন্ট্রোলার ও গোয়েন্দা সংস্থার কর্মীদের। “আমাদের কাছে পিজা আছে, আছে ৩০০ হ্যামবার্গার, অনেক অনেক ফ্রেঞ্চ ফ্রাই। সবই আমাদের প্রিয় খাবার। আমরা যখন চলে যাবো, তখন কী অবশিষ্ট থাকে তা দেখতে চাই। কারণ, আমার মনে হচ্ছে খুব বেশি কিছু থাকবে না,” সোমবার স্টেট ডাইনিং রুমে উপস্থিত অতিথিদের সামনে বলেন ট্রাম্প। প্রেসিডেন্টের প্রিয় ফাস্ট ফুডের নাম কি, এক সাংবাদিকের করা এ প্রশ্নের জবাবে দুই বছর আগে হোয়াইট হাউসের বাসিন্দা হওয়া ট্রাম্প জানান, তিনি সব ধরনের ফাস্ট ফুডই পছন্দ করেন। “যদি এটি যুক্তরাষ্ট্রন হয়, আমি পছন্দ করবো। আমি সব যুক্তরাষ্ট্রন পণ্যই পছন্দ করি,” বলেন তিনি। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সীমান্ত দেয়াল নির্মাণের লড়াই
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ