পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে ঢাকা সফররত জাপানের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী তোসিমিতু মোটেজি বলেছেন, সামাজিক বাধা মোকাবেলায় ঢাকাকে সহায়তা করতে চায় টোকিও। পাশাপাশি প্রযুক্তি খাতের ডিজিটাইজেশন কর্মসূচিতেও পাশে থাকতে চায় দেশটি।
জাপানের ঢাকা মিশন থেকে মঙ্গলবার এক বার্তায় এই তথ্য জানানো হয়। এদিন সকালে তোসিমিতু মোটেজজি বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে।
উল্লেখ্য, দুইদিনের সফরে জাপানের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী গত সোমবার দুপুরে ঢাকা আসেন। তোসিমিতু মোটেজি সফরে ১০ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
তোসিমিতু মোটেজির ঢাকা সফর সম্পর্কে জাপানের ঢাকা মিশন জানায়, আগামী দিনে জাপান বাংলাদেশের কোন কোন খাতে বিনিয়োগে গুরুত্ব দিবেন তা চিহ্নিত করতেই তোসিমিতু মোটেজি’র এই সফর। বাংলাদেশের উন্নয়নে পাশে থেকে সহযোগিতা করতে চায় জাপান।
এদিকে, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন জানান, জাপান বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কীভাবে কাজ করবে, কোথায় কোথায় বিনিয়োগ করা যায়, কীভাবে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক বাড়ানো যায়, এই বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাপানের মন্ত্রী তোসিমিতু মোটেজি আলোচনা করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।