Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জিয়া হারলেও ড্র করেছেন ফাহাদ

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

দিল্লি আন্তর্জাতিক ওপেন গ্র্যান্ডমাস্টার্স দাবা প্রতিযোগিতার সপ্তম রাউন্ডে বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান হারলেও ড্র করেছেন ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান। গত রোববার ভারতের দিল্লিতে অনুষ্ঠিত সপ্তম রাউন্ডে স্বাগতিক ভারতের গ্র্যান্ডমাস্টার দিপ্তায়ন ঘোষের কাছে হেরে ৫ পয়েন্ট নিয়ে জিয়া নেমে যান তালিকার ২৫তম স্থানে। আগের রাউন্ডে তিনি ছিলেন দশম স্থানে। জিয়ার মতো প্রতিযোগিতায় জয়ের ধারায় থাকতে পারেননি ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগও। সপ্তম রাউন্ডে তিনি পাল্যান্ডের গ্র্যান্ডমাস্টার রাদোণ্ড গাজেকের কাছে হেরে যান। ৪ পয়েন্ট নিয়ে পরাগ রয়েছেন ৯৮তম স্থানে। ষষ্ঠ রাউন্ডে জেতা বাংলাদেশের ফিদে মাস্টার ফাহাদ সপ্তম রাউন্ডে পয়েন্ট ভাগাভাগি করেছেন ভারতের কে জি চৈতন্যর সঙ্গে। ৪ পয়েন্ট নিয়ে ১১৬তম স্থানে আছেন তিনি। সপ্তম রাউন্ডে ভারতের সুদর্শন মালগাকে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে ১০৭তম স্থানে জায়গা পেয়েছেন বাংলাদেশের আবজিদ রহমান। এই রাউন্ডে ড্র করেছেন জিয়ার ছেলে তাহসিন তাজওয়ার জিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জিয়া হারলেও ড্র করেছেন ফাহাদ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ