Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাদাল-ফেদেরার শারাপোভার জয়

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

অস্ট্রেলিয়ান ওপেনের উদ্বোধনী দিন জয় দিয়ে সূচনা শুরু করেছেন ১৭টি গ্র্যান্ড স্ল্যাম জেতা রাফায়েল নাদাল। জেমস ডাকওর্থকে সরাসরি সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন স্প্যানিশ তারকা। ৩২ বছর বয়সী নাদালের সামনে প্রতিরোধ গড়ার চেষ্টায় ছিলেন জেমস ডাকওর্থ। ২ ঘণ্টা ১৬ মিনিটে লড়াই হলেও নাদালকে কোনঠাসা করতে পারেননি শেষ পর্যন্ত। তিন সেটে নাদাল জিতেছেন ৬-৪, ৬-৩, ৭-৫ গেমে। প্রতিপক্ষের আগ্রাসী মনোভাবের প্রশংসাও করেছেন নাদাল, ‘সে সব সময় আগ্রাসী ভঙ্গিতে খেলে থাকে।’
উরুতে হাল্কা চোটের কারণে এই মাসের শুরুতে ব্রিসবেন ওপেন থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন নাদাল। এই সময়টা বিশ্রামেই কাটিয়েছেন। অস্ট্রেলিয়ান ওপেনকে লক্ষ্য করেই যে এমনটি করেছিলেন সেটা বোঝা গেলো প্রথম রাউন্ডের দুর্দান্ত জয়ে। তবে দীর্ঘক্ষণের লড়াইয়ে পুরোপুরি ছন্দে না থাকলেও নিয়ন্ত্রণ রেখেছিলেন নিজের ওপর।
সহজ জয়ে দ্বিতীয় রাউন্ডে পা রেখেছেন বর্তমান চ্যাম্পিয়ন রজার ফেদেরারও। দক্ষিণ আফ্রিকান পঞ্চম বাছাই কেভিন অ্যান্ডারসনও পরের রাউন্ডে পৌঁছেছেন ফ্রান্সের মানারিনোকে হারিয়ে। কেভিন জয় পেয়েছেন ৬-৩, ৫-৭, ৬-২, ৬-১ গেমে। এদিকে নারী এককে জয়ের দেখা পেয়েছেন মারিয়া শারাপোভা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাদাল-ফেদেরার শারাপোভার জয়

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ