Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

সিজেকেএস প্রিমিয়ার ডিভিশন দাবা

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

সিজেকেএস প্রিমিয়ার ডিভিশন দাবা লিগ দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে গতবারের রানার-আপ বাকলিয়া একাদশ পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে। গতবারের চ্যাম্পিয়ন কোয়ালিটি স্পোর্টস ক্লাব ৩ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। গতকাল এমএ আজিজ স্টেডিয়ামের কনভেনশন হলে দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। এতে বাকলিয়া একাদশ ৩-১ গেম পয়েন্টে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সমিতিকে পরাজিত করে। কোয়ালিটি স্পোর্টস ক্লাব ২-২ গেম পয়েন্টে ফ্রেন্ডস ক্লাবের সাথে ড্র করে। বোয়ালখালী উপজেলা ক্রীড়া সংস্থা ২.৫-১.৫ গেম পয়েন্টে আগ্রাবদ কমরেড ক্লাবকে ও লিটল ব্রাদার্স ২.৫-১.৫ গেম পয়েন্টে পিডিবি রিক্রিয়েশন ক্লাবকে পরাজিত করে। একই সঙ্গে অনুষ্ঠিত প্রথম বিভাগ দাবা লীগের দ্বিতীয় রাউন্ড শেষে বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্স, গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী ও পাঁচলাইশ যুব সংঘ পূর্ণ ৪ পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে। বাংলাদেশ রেলওয়ে ৪-০ গেম পয়েন্টে উল্লাস ক্লাবকে, গোসাইলডাঙ্গা কর্ণফুলী ক্লাবকে ও পাঁচলাইশ যুব ৩-১ গেম পয়েন্টে শতদল ক্লাবকে পরাজিত করে। এদিকে গতকাল বিকল ৪টায় উভয় বিভাগের তৃতীয় রাউন্ডের খেলা শুরু হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রিমিয়ার ডিভিশনে গতবারের চ্যাম্পিয়ন কোয়ালিটি স্পোর্টস ক্লাব গতবারের রানার-আপ বাকলিয়া একাদশের সাথে খেলছে। এর আগে লীগের উদ্বোধন করেন সিটি মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। এ সময় বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম ও দাবা কমিটির চেয়ারম্যান জাহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রিমিয়ার ডিভিশন দাবা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ