Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘পাকিস্তানের সাথে আলোচনা ছাড়া ভারতের কোনো পথ নেই’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খুরশিদ মাহমুদ কাসুরি বলেছেন, পাকিস্তান ও ভারতের জনগণের মধ্যে যোগাযোগের মাধ্যমেই কেবল দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি শান্তি আনা সম্ভব।
‘ভারতের নির্বাচন এবং দক্ষিণ এশিয়ায় শান্তির সম্ভাব্যতা’ শীর্ষক এক আলোচনায় কাসুরি বলেন, “আমরা কার্তারপুর নিয়ে পদক্ষেপ নিয়েছে এই বিশ্বাসে যে জনগণের মধ্যে বিনিময় না হলে শান্তি অর্জনের ব্যাপারে কোন অগ্রগতি হবে না। আসলে একমাত্র এই পথেই দীর্ঘমেয়াদী শান্তি অর্জন সম্ভব, কিন্তু দুঃখজনক হলো সেটা এখনও শুরু হয়নি”।
কাসুরি বলেন, দুই দেশের মধ্যে আলোচনা পুনরায় শুরুর ব্যাপারে তিনি আশাবাদী, যেটা সম্পর্কের উন্নতি করবে। তিনি আরও বলেন, “এমনকি মোদি যদি আবারও ক্ষমতায় ফিরে আসেন, তাহলে তাকে পাকিস্তানের সাথে আলোচনায় বসতে হবে। তিনি একবার লাহোর ঘুরেও গেছেন”। সূত্র : এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ