Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অপ্রতিরোধ্য ঢাকা

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

শর্ট ভার্সন ক্রিকেটের জনপ্রিয় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট সিক্সার্সকে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিলো ঢাকা ডাইনামিটস। গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের চতুর্থ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ঢাকা। ব্যাটিংয়ে নেমে অধিনায়ক সাকিব আল হাসানের ঢাকা ডাইনামিটস নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৩ রান তুললে বড় চ্যালেঞ্জের মুখে পড়ে সিলেট সিক্সার্স। এই রিপোর্ট লেখার সময় (রাত সোয়া ৯টা) ৮.২ ওভার শেষে ৫৬ রান তুলতেই ছয় ব্যাটসম্যানকে হারায় সিলেট। তাদের ওপেনার ওয়ার্নারকে ব্যাক্তিগত মাত্র ৭ রানে ফিরিয়ে দেন সাকিব। তার বলেই পোলার্ডের হাতে ধরা পড়েন ওয়ার্নার। সিলেটের আরেক নির্ভরযোগ্য ব্যাটসম্যান আফিফ হোসেন ফিরে যান ৪ রান করে। শুভাগত হোমের বলে আফিফ পোলার্ডের তালুবন্দী হন। সিলেটের আরেক ওপেনার লিটন দাস ৯ রান করে নারাইনের বলে শুভগতকে ক্যাচ দিলে চাপে পড়ে তার দল। এরপর যাওয়া আসার মিছিলে যোগ দেন নাসির হোসেন। মাত্র ১ রান করে সাকিবের বলে রাসেলের ক্যাচে পরিণত হন নাসির। সাব্বির আউট হন ব্যাক্তিগত ১২ রানে। রুবেলের বলে উইকেটরক্ষক নুরুল হাসানের তালুবন্দী হন সাব্বির। এর আগে ঢাকা ব্যাটিং সূচনা করতে এসে জাজাই তেমন একটা ভালো করতে না পারলেও নারাইন ও রনি তালুকদার ঠিকই দলকে টেনে নিয়ে যান। জাজাই ৪ রান করে সোহেল তানভিরের বলে আফিফের হাতে ধরা পড়লে নারাইন ও রনি দলের বড় সংগ্রহে দারুণ ভুমিকা রাখেন। নারাইন ২৫ রান তুলে আউট হলেও রনি ঠিকই হাফসেঞ্চুরি করেন। শেষ পর্যন্ত ৫৮ রান করে থামেন রনি। অধিনায়ক সাকিবের ব্যাট থেকে আসে ২৩ রান। শেষ পর্যন্ত নুরুল হাসান ১৮ রানে ও মো: নাইম ২৫ রানে অপরাজিত থাকেন। সিলেটের তাসকিন আহমেদ ৩৮ রানে পান ৩টি উইকেট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢাকা ডাইনামিটস

১৩ জানুয়ারি, ২০১৯
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ