Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদরাসা ছাত্রদের জ্ঞান অর্জন করে অবদান রাখাতে হবে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

ছিপাতলী জামেয়া গাউছিয়া মূঈনীয়া কামিল (অনার্স মাস্টার্স) মাদরাসার অনার্স আল-কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ ও আদ-দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের নবীনবরণ ও দোয়া মাহফিল গতকাল (শনিবার) আজিজিয়া কাজেমী কমপ্লেক্স ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল্লামা মুহাম্মদ আজিজুল হক আল-কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত সচিব একেএম জাকির হোসেন ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সফিউদ্দিন আহমেদ, বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর একেএম ছায়েফ উল্যা, সৈয়দ মুহাম্মদ মুজাহিদ এবং প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ জাফর উল্লাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন। সভায় বক্তাগণ বলেন, বর্তমান সরকার মাদরাসা শিক্ষার উন্নয়নে আন্তরিক। শিক্ষার্থীদের যথাযথ জ্ঞান অর্জন করে দেশ ও আন্তর্জাতিক ক্ষেত্রে অবদান রাখতে এগিয়ে আসতে হবে। মাওলানা কাজী মোহাম্মদ শফিউল আজমের সঞ্চালনায় মাহফিলে আরও বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আল্লামা মুহাম্মদ আবদুল অদুদ আলকাদেরী, আল্লামা মুহাম্মদ শফিউল আজম নেজামী, আল্লামা একেএম ইউসুফ, আল্লামা মুহাম্মদ আবদুল মোস্তফা রেজভি, অধ্যাপক আলী আজগর প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদরাসা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ