মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অবশেষে জল্পনাই সত্যি হল। উনিশের লড়াইয়ে কংগ্রেসের হাত ধরলেন না অখিলেশ-মায়াবতীরা। মোদী-অমিত শাহর ‘রাতের ঘুম’ কাড়তে একে অপরের হাত মিলিয়েছেন বুয়া-বাবুয়া। লোকসভা ভোটে উত্তরপ্রদেশে গেরুয়াবাহিনীকে রুখতে সপা-বসপার জোট নিয়ে কয়েকদিন আগে থেকেই জোর জল্পনা চলছিল। যোগীরাজ্যের দুই প্রধান বিরোধীদলের জোটে কংগ্রেসকে সঙ্গে না নেওয়া নিয়েই সবথেকে বেশি চর্চা চলছিল। শনিবার সেই জল্পনাকেই সত্যি করে অখিলেশ-মায়াবতীরা ঘোষণা করলেন, কংগ্রেসকে ছাড়াই তাঁরা জোট গড়ছেন। দুই বিরোধী দলের জোটে কেন কংগ্রেস নয়? এ ব্যাপারে অবশ্য সোজাসাপটা জবাব দিয়েছেন মায়াবতী। বসপা নেত্রীর স্পষ্ট জবাব, ‘‘কংগ্রেস হোক কিংবা বিজেপি, সব এক। অতীতের অভিজ্ঞতা বলছে, কংগ্রেসের ভোট আমাদের ঝুলিতে আসে না। হয়তো এটাই কংগ্রেসের চাল, তাদের ভোট বিজেপিতে যায়। ফলে কংগ্রেসের সঙ্গে জোট করে কোনও লাভ নেই।’’ লখনউয়ে এদিন সাংবাদিক সম্মেলনে মায়াবতী আরও বলেছেন, ‘‘কংগ্রেস জরুরি অবস্থা ঘোষণা করেছিল, আর আজ বিজেপির জন্য অঘোষিত জরুরি অবস্থা চলছে দেশে।’’ অন্যদিকে, মোদীবাহিনীকে ক্ষমতাচ্যুত করতে উঠেপড়ে লেগেছেন বুয়া-বাবুয়া। এদিন জোট ঘোষণা করতে গিয়ে মায়াবতী বলেছেন, ‘‘আমাদের জোটে অমিত শাহ-মোদীর রাতের ঘুম উড়ে যাবে।’’ সপা নেতা অখিলেশ যাদব বলেছেন, ‘‘উত্তরপ্রদেশে কৃষকদের আত্মহত্যার সংখ্যা দিন দিন বাড়ছে, জাতের ভিত্তিতে এনকাউন্টার হচ্ছে, যেখানে বহু মানুষ প্রাণ হারাচ্ছেন। সব নিষ্ঠুরতার অবসান ঘটাবে এই জোট।’’ উত্তরপ্রদেশে ৮০টি কেন্দ্রের মধ্যে ৩৮টি আসনে একসঙ্গে লড়বে সপা-বসপা। ২টি আসন রাখা হয়েছে ছোট দলগুলির জন্য। উত্তরপ্রদেশের কংগ্রেসি ঐতিহ্যের কথা স্মরণে রেখে রায়বরেলি এবং আমেঠি কেন্দ্রে আগামী লোকসভা নির্বাচনে কোনও প্রার্থী দেবে না সপা-বসপা জোট। ওই দুই কেন্দ্রে কার্যত একচ্ছত্র আধিপত্য সোনিয়া ও রাহুল গান্ধীর। ইন্ডিয়ান এক্সপ্রেস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।