Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিকেলে সংবাদ সম্মেলন করবেন ড. কামাল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০১৯, ১০:০৮ এএম | আপডেট : ১০:৪২ এএম, ১২ জানুয়ারি, ২০১৯

গণফোরামের কেন্দ্রীয় কমিটির বৈঠক ডেকেছেন দলটির সভাপতি ড. কামাল হোসেন। রাজধানীর মতিঝিলে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে আজ শনিবার সকাল ১০টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। পরে বিকেল ৪টায় বৈঠকের বিষয়ে সংবাদ সম্মেলনে করবেন ড. কামাল।

গণফোরামের মিডিয়া কো-অর্ডিনেটর লতিফুল বারী হামিম সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, গত ৫ জানুয়ারি গণফোরামের বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছিল। সেখানে জেলার নেতারা বিভিন্ন ধরনের মতামত দিয়েছিলেন। শনিবারের বৈঠকে জেলার নেতাদের দেওয়া মতামতগুলো নিয়ে কেন্দ্রীয় কমিটির নেতারা আলোচনা করে ভবিষ্যত করণীয় নির্ধারণ করবেন।

এদিকে দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে মূলত একাদশ জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনে গণফোরামের বিজয়ী এক প্রার্থীর শপথ গ্রহণ ও সাংগঠনিক বিষয়ে আলোচনা হতে পারে।



 

Show all comments
  • Billal Hosen ১২ জানুয়ারি, ২০১৯, ২:১৭ পিএম says : 0
    অবশ্যই আল্লাহপাক আদল ও ইহসানের নির্দেশ করেছেন। (সূরা নাহল : রুকু ১৩)।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবাদ সম্মেলন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ