বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার রাজনৈতিক নেতা। আর আল্লামা শামসুল হক ফরিদপুরী (রহ.) হলেন আমার ধর্মীয় নেতা। মাদরাসা শিক্ষা দিয়েই আমার শিক্ষা জীবন শুরু হয়। দেশের আলেম-ওলামাগণের পরামর্শ নিয়েই ধর্মীয় সেক্টরের উন্নয়ন করবো। চলার পথে ভুল ত্রæটি হলে আলেম-ওলামাগণই পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। আমি কোনো দুর্নীতি করি না কাউকে দুর্নীতি করতেও দেবো না। গতকাল গওহরডাঙ্গা মাদরাসা মসজিদে জুমার খুৎবাহ পূর্ব বক্তব্যে নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ এডভোকেট মো. আব্দুল্লাহ একথা বলেন। বাদ জুমা আল্লামা শামসুল হক ফরিদপুরী (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্যদিয়ে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো.আব্দুল্লাহ ধর্ম মন্ত্রণালয়ের কার্যক্রম শুরু করার কথা ঘোষণা দেন। এসময়ে মাদরাসার মহাপরিচালক মুফতী রুহুল আমিন, মুফতী শোয়াইব ইব্রাহিম ও মাওলানা ইসহাক আহমেদসহ শীর্ষ স্থানীয় ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন। মাদরাসার পক্ষ থেকে ধর্ম প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে আন্তরিক অভিনন্দন জানানো হয়। গওহরডাঙ্গা মাদরাসায় একটি ছাত্রাবাস নির্মাণ করে দেয়ার প্রতিশ্রæতি দেন প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ।
সকালে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে আলাপকালে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, আল্লাহর মেহমান হজযাত্রীদের চোখের পানি আর দেখতে চাই না। যাদের প্রতারণার কারণে হজযাত্রীদের চোখের বের হবে তাদের চোখের পানিও আমি বের করে ছাড়বো। তিনি বলেন, অন্যান্য ধর্মালম্বিদের স্ব স্ব ধর্মীয় অনুষ্ঠানাদি পালনেও সর্বাত্বক সহযোগিতা দেয়া হবে। ধর্ম মন্ত্রণালয়কে সকল মন্ত্রণালয়ের ওপরে প্রতিষ্ঠা করার প্রতিশ্রæতিও দেন প্রতিমন্ত্রী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।