Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা আলি খান বনাম জাহ্নবী কাপুর!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম


২০১৮তে বলিউডে বেশ কয়েকজন প্রতিভাবান অভিনয়শিল্পীর অভিষেক হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন সাইফ আলি খান আর অমৃতা সিংয়ের কন্যা সারা আলি খান এবং শ্রীদেবী আর বনি কাপুরের কন্যা জাহ্নবী কাপুর। আর এই দুজনকে প্রতিদ্ব›দ্বী হিসেবে তুলে ধরতে সংবাদ মাধ্যমের যা করা দরকার তার সবই করা হয়েছে। তাদের এই সম্ভাব্য প্রতিদ্ব›িদ্বতা নিয়ে একটি সংবাদ চ্যানেলের বৈঠকে জিজ্ঞাসা করা হলে সারা বলেন, “স¤প্রতি এমন ঘটেছে। তুমি (জাহ্নবী) শাড়ি পরেছিলে, আমিও শাড়ি পরেছি। তুমি তা দেখেছ?” জাহ্নবী বলেন, “আমার মনে হয় সারা আর আমার একসঙ্গে রেড কার্পেটে উপস্থিত হতে হবে যাতে সংবাদ মাধ্যমকে কষ্ট করে আর ছবির কোলাজ করতে হবে না।” সারার ‘কেদারনাথ’ ফিল্মের স্ক্রিনিংয়ের এক অনুষ্ঠানের এমনই ঘটেছিল। জাহ্নবী সেখানে উপস্থিত ছিলেন আর আলোকচিত্রীরা তার ছবি তুলতে শুরু করলে তিনি তাদের বলেন, “এখন আর আপনাদের কোলাজ তৈরি করতে হবে না।” সংবাদ মাধ্যমের তৈরি তাদের এই প্রতিদ্ব›িদ্বতা তিনি কী দৃষ্টিতে দেখেন জানতে চাইলে জাহ্নবী বলেন, “আপনারা যদি একে নেগেটিভভাবে তুলে ধরেন তাহলেই তা নেগেটিভ। চারদিকে এমন অসাধারণ সব শিল্পী দেখে আপনাদের অনুপ্রাণিত হওয়া উচিত।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ