বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী মহানগরী থেকে নিখোঁজের তিনদিন পর এক অটোরিকশা চালকের লাশ গোদাগাড়ী থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার দিবাগত রাতে গোদাগাড়ী থানা পুলিশ লাশটি উদ্ধার করে। এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত অটোরিকশা চালকের নাম জসিম উদ্দিন জয় (২০)। তিনি নগরী বড়বনগ্রাম এলাকার আরকান আলীর ছেলে।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, গত ৭ জানুয়ারি নিখোঁজ হন জয়। এ ঘটনায় জয়ের মামা মঞ্জুর হোসেন নগরীর শাহ মখদুম থানায় সাধারণ ডায়েরি করেন। পুলিশ জয়ের অনুসন্ধান করতে গিয়ে গোদাগাড়ী এলাকার জসিম ও সুমন নামের দুইজনের সন্ধান পায়। তারা ওইদিন জয়ের অটোরিকশাটি ভাড়া করেছিলেন। এরপর তাদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের দেওয়া তথ্যানুযায়ী বুধবার রাতে গোদাগাড়ী থানার সরমংলা এলাকা থেকে ক্ষত-বিক্ষত লাশটি উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, গ্রেফতারকৃতরা কীভাবে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তা জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতিমধ্যে পরিবারের সদস্যদের জানানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।