মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানের প্রধান বিচারপতি সাকিব নিসার বলেছেন, পাকিস্তানের টেলিভিশন চ্যানেলগুলোতে ভারতীয় অনুষ্ঠান দেখানোর অনুমতি দেবে না সুপ্রিম কোর্ট। কেননা ভারতের এসব অনুষ্ঠান পাকিস্তানের সংস্কৃতিকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি দেশটির হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করার প্রেক্ষিতে এ কথা বললেন বিচারপতি নিসার।
এর আগে হাইকোর্ট এক রায়ে বলেন, পাকিস্তানি টেলিভিশন চ্যানেলে ভারতীয় কোনো অনুষ্ঠান প্রচার করা যাবে না। হাইকোর্টের এমন রায়ের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে আপিল করেন পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি বা পেরমা। আর এ আপিলের শুনানির জন্য গঠিত তিন সদস্যের বেঞ্চের একজন বিচারপতি নিসার।
পেরমার চেয়ারম্যান সেলিম বেগ বলেন, ফিল্মিজিয়া চ্যানেলের ৬৫ শতাংশ অনুষ্ঠানই বাইরের দেশের। সময়ে সময়ে তা ৮০ শতাংশ পর্যন্তও যায়। তার কথার প্রেক্ষিতে প্রধান বিচারপতি বলেন, ‘আমরা কোনো ধরনের ভারতীয় অনুষ্ঠান পাকিস্তানি চ্যানেলে প্রচার হতে দিব না। এটা আমাদের সংস্কৃতির জন্য হুমকিস্বরূপ।’ সূত্র : এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।