মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : বসনিয়ার সার্ব এলাকায় ২৩ বছর পর একটি ঐতিহাসিক মসজিদ আনুষ্ঠানিকভাবে আবার খুলে দেয়া হচ্ছে। সাবেক যুগোস্লাভিয়ার যুদ্ধের সময় বানিয়ালুকার এই মসজিদটি ধ্বংস হয়ে যায়। মসজিদটি পুর্ননির্মাণ করতে প্রায় পনের বছর সময় লেগেছে। এবং ভাস্কররা মসজিদটির মূল পাথরের দুই তৃতীয়াংশ সংস্কার করতে পেরেছেন। যুদ্ধের সময় বানিয়ালুকার বেশ অনেকগুলো মসজিদ ভেঙে দেয়া হয় এবং বেশিরভাগ মুসলমান এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হন। পুরো দেশ থেকে বাসে করে, মুসলিমরা ষোড়শ শতাব্দীর এই ফেরহাত পাশা মসজিদটি গত শনিবার দেখতে যান। সেখানে এই উপলক্ষে প্রচুর পুলিশ উপস্থিতি ছিল। বসনিয়া হার্জেগাভিনায় ইউরোপীয় ইউনিয়নের বিশেষ প্রতিনিধি লার্স গানার উইগার-মার্ক বলেন এটি একটি গুরুত্বপূর্ণ দিন। তিনি বলেন প্রথমেই এর কারণ হল সবাই ঐতিহাসিক একটি ভবনে এসেছেন। তিনি বলেন যে ষোড়শ শতাব্দীর এই মসজিদ পুরো দেশের সমৃদ্ধ সংস্কৃতির প্রতীক। এই মসজিদ পুনরায় খুলে দেয়াকে তিনি পুরো অঞ্চলে একটি সমন্বয় সাধন বলে, মনে করছেন। বসনিয়া সার্ব নেতারা বলছেন সম্প্রদায়গত সহিষ্ণুতা বজায় রাখতে তারা যে প্রতিশ্রুতিবদ্ধ এই মসজিদ পুনরুদ্ধারের মধ্যে দিয়ে তারা সেটাই তুলে ধরতে চেয়েছেন। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।