মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : বিবিসি’র সাংবাদিক রুপার্ট উইংফিল্ড হায়েসকে আটক করেছে উত্তর কোরিয়া। সোমবার এ খবর জানানো হয়। শুধু তাই নয় ওই সাংবাদিককে বহিস্কারও করা হয়েছে। রুপার্টসহ মোট তিনজনকে আটক করা হয়েছে। বাকিরা হলেন, প্রযোজক মারিয়া বিরনে এবং ক্যামেরাম্যান মাথেউ গোড্ডার্ড। শুক্রবার উত্তর কোরিয়া ত্যাগ করার সময় বিমানবন্দর থেকে তাদের আটক করা হয়। আরেক খবরে বলা হয়, সোমবার বিকেলে তারা উত্তর কোরিয়া ত্যাগের জন্য পিয়ংইয়ং বিমানবন্দরের দিকে যাওয়ার পথে তাদের আটক করা হয়। রুপার্টকে প্রায় আট ঘণ্টা টানা জিজ্ঞাসাবাদ করেছে উত্তর কোরিয়ার কর্মকর্তারা। তার কাছ থেকে একটি বিবৃতিতেও সই করে নেয়া হয়েছে। ওই তিনজনকেই পরে বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যায়। পিয়ংইয়ং থেকে বিবিসির অপর এক সাংবাদিক স্টেফেন ইভানস বলেন, একটি প্রতিবেদন প্রকাশের কারণেই ওই তিনজনকে আটক করা হয়েছে। ওই প্রতিবেদনের কারণে উত্তর কোরিয়ার নেতৃবৃন্দ তাদের ওপর ক্রুদ্ধ ছিলেন। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।