Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছোট্ট মেয়ের বায়না মেটালেন বাবা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

এক হাতে ব্যাগ, অন্য হাতে ছোট্ট মেয়ের জ্যাকেটের হুড। মেয়েটি হাঁটছে না, বাবা তার জ্যাকেটের হুড ধরেই টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছেন। ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার। ওয়াশিংটন ডুলেস এয়ারপোর্টের লাউঞ্জে অপেক্ষমাণ এক যাত্রী এ দৃশ্যটি তার মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। ভিডিওটিতে বাবাকে বেশ ক্লান্ত দেখাচ্ছে। এক হাতে ব্যাগ নিয়ে অন্য হাতে মেয়ের জ্যাকেটের হুড ধরে টানতে টানতে বিমানবন্দর থেকে বেরিয়ে যাচ্ছেন তিনি। কিন্তু ছোট্ট মেয়েটি বাবার এই আচরণে কোনো কান্নাকাটি করছে না। বরং সে পা ছড়িয়ে হাত গুটিয়ে এটি উপভোগ বলে মনে হচ্ছে ভিডিও থেকে। তাদের পেছন পেছন হেঁটে আসছে মেয়েটির বোন। সে বাবা ও বোনের এই কান্ডে খানিকটা গুটিয়ে গেছে বলেই মনে হচ্ছে। প্রথমে এটিকে শিশু নির্যাতনের ভিডিও বলে অনেকে মনে করেন। কিন্তু আসলে এটি বাবা-মেয়ের এক একান্ত আহ্লাদের ছবি। ছোট্ট মেয়ের বায়না মেটাতেই এই কাজ করেছেন ওই বাবা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কিন যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ