Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফ্যাশন হাউজের মাধ্যমে শোবিজে ঐশীর যাত্রা শুরু

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

বাংলাদেশের মিস ওয়ার্ল্ড প্রতিযোগী ঐশী শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করলেন। বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার আসর থেকে ফিরে ভালো কাজের অপেক্ষায় ছিলেন ঐশী। এবার সেই অপেক্ষার অবসান হল। চিত্রনায়ক নিরবের হাত ধরেই যাত্রা শুরু হলো তার। সঙ্গে আরও আছেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার মিম মানতাসা। নিরবের সঙ্গে জুটি বেঁধে ব্র্যান্ড হাউজ নামের নতুন একটি ফ্যাশন হাউজের ফটোশুটে অংশ নিয়েছেন ঐশী। তাদের সঙ্গে আছেন মানতাসা। সম্প্রতি তারা নতুন ফ্যাশন হাউজের ফটোশুটে অংশ নেন। কাজটি করে ঐশী ভীষণ খুশি। ঐশী বলেন, এর আগে একটি পত্রিকার ফ্যাশন পাতার ফটোশুটে অংশ নিয়েছিলাম। তবে নিরব ভাইয়ার সঙ্গে প্রথম কোনো ফ্যাশন হাউজের ফটোশুটের মাধ্যমে অফিসিয়াল কাজ শুরু করলাম। ছোটবেলা থেকে তার মডেলিং ও বিজ্ঞাপন দেখে বড় হয়েছি। প্রথম কাজটাই তার সঙ্গে করার সুযোগ হলো। আমি ভীষণ খুশি। নিরব বলেন, ঐশীকে দেখে মনেই হয়নি সে প্রথম কোনো প্রফেশনাল শুটে অংশ নিয়েছে। মনে হয়েছে সে এর আগে কাজ করে অনেক অভিজ্ঞ। সবকিছু সে নিজেই করেছে। ভালো প্ল্যাটফর্ম থেকে এসে কাজ শুরু করলে ভালো কাজ করা যায় সেটা বোঝা গেছে ঐশীকে দেখে। শুটের সময় আমার উপর সিদ্ধান্ত ছেড়ে দিয়েছে। কাজ শেষ করে সে খুবই খুশি হয়েছে। মানতাসাও ভালো করেছে। দেখেশুনে চললে তারা দুজনেই অনেক দূর যেতে পারবে। ব্র্যান্ড হাউজের কর্ণধার সাফিন আহমেদ জানান, ১১ জানুয়ারি রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সে যাত্রা শুরু করবে এই ফ্যাশন হাউজটি। এরপর গুলশান, বনানী, উত্তরা, পুরাণ ঢাকাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হাউজের শো রুম চালু হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ