প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : সম্প্রতি রাজধানীর একটি পাঁচতারা হোটেলে এস ফ্যাশন নামে একটি ফ্যাশন হাউসের উদ্বোধন করেন অভিনেত্রী সুচন্দা এবং একই সঙ্গে এর ওয়েবসাইট উদ্বোধন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা ববিতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদ। এছাড়া উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী সাদী মোহাম্মদ, চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু, নৃত্যশিল্পী ডলি ইকবাল, নৃত্যশিল্পী আনিসুল হক হিরো, নৃত্য পরিচালক কবিরল ইসলাম রতনসহ শোবিজের তারকারা। অনুষ্ঠানে বুলবুল টুম্পা এবং তার দল ৭ রাউন্ড ক্যাটওয়াকের মাধ্যমে ফ্যাশন হাউসটির পোশাক কালেকশন প্রদর্শন করে। এছাড়া ক্যাটওয়াকে অংশ নেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা চম্পা। এস ফ্যাশন হাউজের প্রতিষ্ঠাতা সাব্বির শওকত। বাংলাদেশের ঐতিহ্য নিয়ে কাজ করা সাব্বির শওকত নিউইয়র্কভিত্তিক ফ্যাশন ও ফ্লোরাল ডিজাইনার। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের পারসন্স স্কুল অব ডিজাইন থেকে তিনি কস্টিউম ও জুয়েলারি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। কর্মজীবনের শুরু থেকে তিনি হলিউড, বলিউড, টালিগঞ্জ, ঢালিউডসহ বিশ্বের বিভিন্ন সিনেমা ইন্ডাস্ট্রির তারকাদের কস্টিউম ডিজাইন করেছেন। তার করা ফ্লোরাল ডিজাইনের পোশাক ২০০৮ সালে বিখ্যাত ফর দ্য ব্রাইড ম্যাগাজিনের প্রচ্ছদে স্থান পায়। তিনি হলিউডের জোশ বারনস্টেইন, ডেবরা মেসিং থেকে শুরু করে কলকাতার ইন্দ্রানী হালদার, এমনকি বাংলাদেশের ববিতা, চম্পাসহ অনেকের ফ্যাসন ডিজাইন করেছেন। সাব্বির প্রথম কস্টিউম ডিজাইনার যিনি নিউইয়র্কে মূলধারার ফ্যাশন মধ্যে উপ মহাদেশীয় ঐতিহ্য অন্তর্ভুক্ত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।