Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্প প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাবেন না লন্ডন মেয়র সাদিক খান

প্রকাশের সময় : ১০ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ডোনাল্ড ট্রাম্প যদি প্রেসিডেন্ট নির্বাচিত হন তাহলে হয়তো লন্ডনের নতুন মেয়র সাদিক খানকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেয়া হবে না। বিভিন্ন মিডিয়াকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ। এতে বলা হয়েছে, রিপাবলিকান দলের অন্য প্রার্থীদের মতো তিনিও এতদিন প্রচারণা চালিয়েছেন। এ সময়ে তিনি যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করার পক্ষে কথা বলেছেন। তিনি আরও বলেছেন, তাতে যদি তার ভোটের হিসাবে পরিবর্তন হয় তাতেও তিনি তোয়াক্কা করেন না। উল্লেখ্য, লন্ডনের ইতিহাসে এই প্রথমবার একজন মুসলিম মেয়র নির্বাচিত হলেন। এরই মধ্যে তিনি শপথও নিয়েছেন। এ সপ্তাহে এমএসএনবিসি টেলিভিশন চ্যানেলে ‘মর্নিং জোই’ অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প বলেন, এমন মন্তব্যের জন্য যদি আমি আহতও হই তাতেও কেয়ার করি না। সাদিক খান লন্ডনের মেয়র নির্বাচনের প্রায় ৪৮ ঘণ্টা আগে তিনি এমন মন্তব্য করেন। ট্রাম্প বলেন, আমি যা করি তখন আমি সেটা ঠিক করি। সেটা হোক মুসলিম বা অন্য কোন ইস্যু। আমি ঠিক কাজই করি। আমাকে এমন নির্দেশনাই দেয়া হয়েছে। ওই সাক্ষাতকারে যদিও তাকে সাদিক খানের নির্বাচন নিয়ে প্রশ্ন করা হয় নি তবু তিনি বলেছেন, মুসলিমদের প্রবেশ বন্ধে তার যে প্রস্তাব সেটা একটি ‘কমন সেন্স’। ট্রাম্প বলেন, আমাদেরকে সতর্ক হতে হবে। আমাদের দেশে হাজার হাজার মানুষকে আমরা প্রবেশে অনুমতি দিচ্ছি। তারা কারা কেউ তা জানে না। অনেক ক্ষেত্রে তাদের কোন বৈধতা নেই। আমরা জানি না আমরা আসলে কি করছি। জি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাবেন না লন্ডন মেয়র সাদিক খান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ