Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সুবর্ণচরে গণধর্ষণ, নির্যাতিতাকে আইনি সহায়তা ঘোষণা

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০১৯, ৫:৩১ পিএম

সুবর্ণচর উপজেলার চরজুবলি ইউনিয়নের মধ্য বাগ্যা গ্রামে ভোটের রাতে গণধর্ষণের শিকার নির্যাতিত গৃহবধূকে সকল ধরনের আইনি সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছে নোয়াখালী আইন সহায়তা কমিটি ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নোয়াখালী। বুধবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।
সংগঠনের আহবায়ক এডভোকেট গোবিন্দ চন্দ্র দাস লিখিত বক্তব্যে বলেন, নির্যাতিত গৃহবধূকে সকল আইনি সহায়তা দেয়া হবে। সর্বোচ্চ আইনি সহায়তার মাধ্যমে ওই গৃহবধূর পাশে দাঁড়ানো হবে যাতে ধর্ষকরা কোনোভাবে যেনো আইনের ফাঁকে বের হতে না পারে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের আইনজীবীদের নিয়ে আইনি সহায়তা কমিটি করা হয়েছে। আমরা সবসময় নির্যাতিত নারীদের পাশে আছি।

এসময় আরো উপস্থিত ছিলেন, ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা আহবায়ক ও সরকারি কৌশলী (জিপি) কাজী মানছুরুল হক খসরু, আইনি সহায়কা কমিটি নোয়াখালীর সদস্য সচিব এডভোকেট সহিদ উল্যা বাবু, সদস্য এডভোকেট রিপন চক্রবর্তী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ