পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের মন্দির ও বাড়িঘরে হামলায় জড়িতদের কোনো ধরনের আইনি সহায়তা না দেয়ার ঘোষণা দিয়েছেন আইনজীবীরা। শুক্রবার দুপুরে নাসিরনগরে ঘটনাস্থল পরিদর্শন শেষে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা এ ঘোষণা দেন। এ সময় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এ মাহবুব উদ্দিন খোকনের নেতৃত্বে প্রায় দেড় শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন। সেখানে হামলায় ক্ষতিগ্রস্তদের সব ধরনের আইনি সহায়তার ঘোষণা দিয়ে এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, আমরা আপনাদের পাশে আছি। এ ব্যাপারে কাউকে যেন ছাড় না দেয়া হয়, প্রশাসনের কাছে তিনি দাবি জানান তিনি। সংগঠনের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এ মাহবুব উদ্দিন খোকন এ ঘটনা নিয়ে রাজনীতি না করতে সবার প্রতি আহ্বান জানিয়ে এ ঘটনার বিচারবিভাগীয় তদন্ত দাবি করেন। প্রতিনিধি দলের থাকা সদস্য সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক বার কাউন্সিলের সদস্য স ম রেজাউল করীম বলেন, নাসিরনগরের ঘটনায় রসরাজের পক্ষে সেদিন আইনি সহায়তা প্রদানে বাধা দেয়ার কথা শুনেছি। যদি ব্রাহ্মণবাড়িয়া বারের কেউ বাধা দিয়ে থাকে, সেই ঘটনারও তদন্ত করা হবে। তদন্তে প্রমাণিত হলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। নেতৃবৃন্দ নাসিরনগরের ঘটনাকে অমানবিক উল্লেখ করে এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ সময় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এ্যাডভোকেট জয়নাল আবেদীন, ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সভাপতি সারোয়ার-ই-আলম, সাধারণ সম্পাদক আব্দুল করিম তপনসহ প্রায় দেড় শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।