বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ এলাকায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন মামলায় মুল হোদা পলাতক আসামি আলালকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আলাল হল- সোনামসজিদ বালিয়াদিঘি এলাকার হুমায়ন আলীর ছেলে। মামলার তদন্তকারী কর্মকর্তা অনুপ কুমার জানান, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন মামলা দায়েরের পর থেকে মুল হোদা আসামি আলাল আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সোনামসজিদ স্থলবন্দরের জিরো পয়েন্ট এলাকা থেকে আলালকে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন মামলায় গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে তাকে চাঁপাইনবাবগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত শিবগঞ্জ এর বিচারক মোস্তফা কামালের নিকট ১৬৪ ধারা জবানবন্দী দিয়েছে আসামি আলাল। এছাড়াও মামলা দায়েরের দিন অপর আসামি সোনামসজিদ বালিয়াদিঘি পূর্বপাড়ার সাবেরের ছেলে সামিউলকে গ্রেফতার করা হয়। এরআগে সোনামসজিদ এলাকার জনৈক এক গৃহবধূ বাদি হয়ে গোসলের আপত্তিকর ভিডিও গোপনে ধারণ করে সামাজিক মর্যাদায় হানী এবং ভয়ভীতির মাধ্যমে চাঁদা আদায় ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগ এনে দুজনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। এজাহারে উল্লেখ করেন- দম্পতি বাথরুমে গোসলের আপত্তিকর ভিডিও গোপনে ধারণ করে সোনামসজিদ বালিয়াদিঘি এলাকার সামিউল ও আলাল। পরে চাঁদা না দিলে আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটুবসহ ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দেন আসামিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।