রাজধানীর শেরে বাংলা নগরে আজ থেকে শুরু হচ্ছে ২৪তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বিকেলে মাসব্যাপী এ মেলার উদ্বোধন করবেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। মেলা চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা খোলা থাকবে। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) যৌথভাবে মেলার আয়োজন করছে।
প্রতিবছর জানুয়ারির ১ তারিখ থেকে শুরু হলেও এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে এক সপ্তাহ দেরিতে শুরু হচ্ছে।
ইপিবির মহাপরিচালক অভিজিৎ চৌধুরী জানান, এবারের বাণিজ্য মেলাকে দৃষ্টিনন্দন করতে প্রধান গেট মেট্রোরেলের আদলে তৈরি করা হয়েছে। পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের থিম থাকছে মেলাজুড়ে।
এবারের বাণিজ্য মেলা ভিন্ন আঙ্গিকে আনার চেষ্টা করা হয়েছে। মেলার প্রধান ফটকে আসবে পরিবর্তন। এ ছাড়া মেলার ভেতরে দর্শনার্থীদের জন্য খোলা জায়গা রাখা হবে। থাকছে গ্রিন জোন। যাতে পরিবার ও পরিজনদের নিয়ে দর্শনার্থীরা স্বাচ্ছন্দ্যে ঘোরাঘুরি করতে পারেন। আর মেলার দুই প্রান্তে সুন্দরবনের আদলে ইকো পার্ক করা হয়েছে। থাকছে ডিজিটাল এক্সপেরিয়েন্স সেন্টার (ডিজিটাল টাচ স্ক্রিন প্রযুক্তি)। যার মাধ্যমে ক্রেতা-দর্শনার্থীরা নির্দিষ্ট স্টল ও প্যাভিলিয়ন অতি সহজে খুঁজে বের করতে পারেন।
বিকেলে বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রেসিডেন্ট
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরে বাংলা নগরে আজ থেকে শুরু হচ্ছে ২৪তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বিকেলে মাসব্যাপী এ মেলার উদ্বোধন করবেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। মেলা চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা খোলা থাকবে। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) যৌথভাবে মেলার আয়োজন করছে।
প্রতিবছর জানুয়ারির ১ তারিখ থেকে শুরু হলেও এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে এক সপ্তাহ দেরিতে শুরু হচ্ছে।
ইপিবির মহাপরিচালক অভিজিৎ চৌধুরী জানান, এবারের বাণিজ্য মেলাকে দৃষ্টিনন্দন করতে প্রধান গেট মেট্রোরেলের আদলে তৈরি করা হয়েছে। পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের থিম থাকছে মেলাজুড়ে।
এবারের বাণিজ্য মেলা ভিন্ন আঙ্গিকে আনার চেষ্টা করা হয়েছে। মেলার প্রধান ফটকে আসবে পরিবর্তন। এ ছাড়া মেলার ভেতরে দর্শনার্থীদের জন্য খোলা জায়গা রাখা হবে। থাকছে গ্রিন জোন। যাতে পরিবার ও পরিজনদের নিয়ে দর্শনার্থীরা স্বাচ্ছন্দ্যে ঘোরাঘুরি করতে পারেন। আর মেলার দুই প্রান্তে সুন্দরবনের আদলে ইকো পার্ক করা হয়েছে। থাকছে ডিজিটাল এক্সপেরিয়েন্স সেন্টার (ডিজিটাল টাচ স্ক্রিন প্রযুক্তি)। যার মাধ্যমে ক্রেতা-দর্শনার্থীরা নির্দিষ্ট স্টল ও প্যাভিলিয়ন অতি সহজে খুঁজে বের করতে পারেন।