বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীর ইপিজেড মোড়ে লরি উল্টে কন্টেইনার চাপায় অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রাজু মিয়া (৪০) ও মনির হোসেন (৪৫)। উভয়ের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা এলাকায় বলে জানিয়েছেন ইপিজেড থানার ওসি কেএম নুরুল হুদা। ওসি জানান, ভোরে ইপিজেড থানার মোড়ে ঢাকা হোটেলের সামনে বন্দরমুখী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এ সময় পাশ দিয়ে যাওয়া অটোরিকশা লরির নিচে চাপা পড়ে। এতে অটোরিকশার চালক ও যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজহ হাসপাতাল নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। লরি উল্টে ৪০ ফুট দৈর্ঘ্যরে কন্টেইনার চাপা পড়লে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।