Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জোহানেসবার্গে নিষিদ্ধ দু প্লেসি

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয় নিশ্চিত হয়েছে প্রথম দুই টেস্টেই। কিন্তু এরপরই দক্ষিণ আফ্রিকা পেল একটি দুঃসংবাদ। সিরিজের শেষ টেস্টে পাচ্ছে না তারা অধিনায়ক ফাফ দু প্লেসিকে। গত রোববারই শেষ হওয়া কেপ টাউন টেস্টে মন্থর ওভার রেটের কারণে এক টেস্টের নিষেধাজ্ঞা পেয়েছেন প্রোটিয়া অধিনায়ক। নিষেধাজ্ঞার পাশাপাশি ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা গুনতে হবে দু প্লেসিকে। দলের বাকিদের জরিমানা ম্যাচ ফির ১০ শতাংশ।
১২ মাসের মধ্যে দুইবার দলের মন্থর ওভার রেটের কারণে এই নিষেধাজ্ঞা পেতে হলো দু প্লেসিকে। এর আগে গত জানুয়ারিতে ভারতের বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্টে মন্থর ওভার রেটের জন্য জরিমানা গুনতে হয়েছিল দু প্লেসিদের।
কেপ টাউন টেস্টে দক্ষিণ আফ্রিকা খেলেছে চার পেসার নিয়ে। দুই ইনিংস মিলিয়ে পেসাররা বোলিং করেছে প্রায় ১২২ ওভার। দেরি হয়ে গেছে পেসাররা অতিরিক্ত সময় নেওয়াতেই।
দু প্লেসি না থাকায় আগামী শুক্রবার থেকে শুরু হতে যাওয়া জোহানেসবার্গ টেস্টে নেতৃত্ব দেবেন কে, সেটি নিশ্চিত নয় এখনও। অভিজ্ঞ ব্যাটসম্যান ও সাবেক অধিনায়ক হাশিম আমলা পেতে পারেন দায়িত্ব। পেতে পারেন তরুণ ব্যাটসম্যান ও ভবিষ্যৎ অধিনায়ক মনে করা হচ্ছে যাকে, সেই এইডেন মারক্রামও। গত বছর দু প্লেসির অনুপস্থিতিতে একটি টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন ডিন এলগার। দায়িত্ব পেতে পারেন এই ওপেনারও।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জোহানেসবার্গে নিষিদ্ধ দু প্লেসি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ