Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

সিলেটে ইকোপার্কে বিশালাকৃতির অজগর অবমুক্ত

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০১৯, ৫:৩২ পিএম

সিলেট শহরের খাদিমনগর থেকে একটি বিশালাকৃতির অজগর সাপ উদ্ধার করে টিলাগড়স্থ ইকোপার্কে অবমুক্ত করা হয়েছে।সোমবার সকাল সাড়ে দশটার দিকে ১২ ফুট লম্বা আর ১৫ কেজি ওজনের এই অজগর সাপটি খাদিমনগরস্থ বরজান চা বাগান থেকে উদ্ধার করা হয়।

পরবর্তীতে দুপুর ১২টার দিকে সাপটি টিলাগড় ইকোপার্কে অবমুক্ত করেন খাদিমনগর জাতীয় উদ্যানের বিট কর্মকর্তা চয়ন ব্রত চৌধুরী। এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাদিমনগর জাতীয় উদ্যানের হিসাবরক্ষক আব্দুল কাদির, পিএম আঙ্গুর মিয়াসহ অন্যান্যরা।

এদিকে, বিশালাকৃতির এই অজগর সাপটি ইকোপার্কে অবমুক্ত করার পর সাপটিকে দেখতে দর্শনার্থীরা ভীড় জমিয়েছেন বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ