Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফের নিষিদ্ধ শিলিংফোর্ড

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

ক্যারিয়ার শুরুর পর বোলিং অ্যাকশন নিয়ে সংগ্রাম কম করতে হয়নি ক্যারিবীয় স্পিনার শেন শিলিংফোর্ডকে। উত্তরণের বদলে ক্যারিয়ারে তৃতীয়বারের মতো অবৈধ বোলিং অ্যাকশনে নিষিদ্ধ হয়েছেন আবার। এবার অবশ্য এমনটি হওয়ায় তাকে ঘরোয়া ক্রিকেট খেলা থেকে বিরত রাখছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
২০১০ সালে অভিষেক হওয়া শিলিংফোর্ড ক্যারিবীয়দের হয়ে খেলেছেন ১৬টি টেস্ট। ৩৪.৫৫ গড়ে তার উইকেট ৭০টি। দীর্ঘ এই পথচলায় ৩৫ বছর বয়সী শিলিংফোর্ড প্রথমবার নিষেধাজ্ঞা পান ২০১০ সালের ডিসেম্বরে। পার্থে অবৈধ হওয়ার পর বোলিংয়ে নিষিদ্ধ হন এই অফস্পিনার। এরপর অ্যাকশন শুধরে ২০১১ সালে খেলার অনুমতি পেলেও ২০১৩ সালে আবারও একই কাÐ ধরা পড়লে তার অ্যাকশন বৈধতা হারায়। নিউজিল্যান্ড সফরে দেখা যায় তার দুসরা আর অফস্পিনে কনুই বক্রতা সীমা ছাড়িয়ে যায়। এমন ঘটনার পর আবার ফিরলেও ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেটে একই ঘটনায় নিষেধাজ্ঞা প্রাপ্ত হলেন। চার দিনের টুর্নামেন্টের ওপেনিং ম্যাচে তার অ্যাকশন সন্দেহের চোখে পড়ে যায়। স্বাধীনভাবে তার অ্যাকশন পরীক্ষার পর বোর্ড জানায় নির্ধারিত ১৫ ডিগ্রি ছাড়িয়ে যায় শিলিংফোর্ডের ডেলিভারি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিলিংফোর্ড

৭ জানুয়ারি, ২০১৯
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ