মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রথমবারের মতো আটলান্টিক মহাসহারে নৌবহর পাঠাচ্ছে ইরান। দেশটির নৌবাহিনীর উপ প্রধান রিয়ার অ্যাডমিরাল তুরাজ হাসানি মোকাদ্দাম বলেন, তার দেশ আটলান্টিক মহাসাগরে পাঁচ মাসের মিশনে নৌবহর পাঠাবে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। নৌবহরে সর্বাধুনিক সাহান্দ ডেস্ট্রয়ারও থাকবে জানিয়ে তুরাজ হাসানি বলেন, আগামী ফারসি নতুন বছরের শুরুর দিকে ইরানি এ নৌবহর আটলান্টিকের উদ্দেশ্যে রওনা দেবে। তিনি বলেন, ইরানের চেইন অব কমান্ডের নির্দেশে এ মিশন পাঠানো হবে এবং আটলান্টিক মহাসাগরে পৌঁছানোর আগে নৌবহর বিভিন্ন অঞ্চল সফর করবে। হেলিকপ্টারবাহী ডেস্ট্রয়ার সাহান্দ এই বহরে থাকবে। ২১ মার্চ ফারসি নতুন বছর শুরু হবে। গত ১ ডিসেম্বর ইরান নতুন এ যুদ্ধাজাহাজের উদ্বোধন করে। সাহান্দ ডেস্ট্রয়ারে রয়েছে রাডার ফাঁকি দেয়ার যন্ত্রপাতি এবং নতুন কোনো সরবরাহ ছাড়াই দীর্ঘদিন অভিযান চালাতে পারে। ইরনা, সিবিএস নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।