প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আজ জনপ্রিয় সঙ্গীতশিল্পী আঁখি আলমগীরের জন্মদিন। জন্মদিনের প্রথম প্রহরে তার দুই মেয়ে স্নেহা এবং আরিয়া তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং কেক কাটেন। এরপর দেশে-বিদেশের ভক্তদের ফোন, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শুভেচ্ছা বাতায় সিক্ত হন তিনি। আজ দুপুর ১২.৩০ মিনিটে চ্যানেল আইয়ের ‘তারকা কথন’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি সরাসরি তার ভক্ত, দর্শক এবং শুভাকাক্সক্ষীদের সাথে কথা বলবেন। তারপর পরিবার ও প্রিয় কিছু মানুষ আর বন্ধু-বান্ধবদের সঙ্গে সময় কাটবে তার। জন্মদিন প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, ‘মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে, তিনি আমাকে সুস্থ, সুন্দর এক জীবন দিয়েছেন। আমার দুই মেয়ে স্নেহা এবং আরিয়াকে নিয়ে আমার জীবন, আমার সঙ্গীতজীবন’সহ সবমিলিয়ে আমি বেশ ভালো আছি। আমার ভালোবাসার মানুষেরা সবসময়ই আমার সঙ্গে আছেন, এটাই জীবনের অনেক বড় প্রাপ্তি।’ এদিকে জন্মদিনের পরপরই নতুন নতুন গান নিয়ে আসছেন আঁখি আলমগীর। তবে বিস্তারিত এখনই জানাতে চাচ্ছেন না তিনি। গত বছর আসিফ আকবরের সঙ্গে আঁখি আলমগীরের ‘ওরে পাখি’, ‘টিপটিপ বৃষ্টি’, ‘দস্যি মেয়ে’ গানগুলো প্রকাশিত হয়েছে। এছাড়া তার বাবা আলমগীর নির্দেশিত ‘একটি সিনেমার গল্প’তে রুনা লায়লার সুরে প্লে-ব্যাক করেও আলোচনায় ছিলেন। বিনোদন প্রতিদিনের পক্ষ থেকে আাঁখি আলমগীরকে শুভেচ্ছা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।