আজ বিকালে নতুন সরকারের মন্ত্রিসভার নাম ঘোষণা করা হচ্ছে। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে বিকালে ৫টায় সংবাদ সম্মেলন করে নতুন সদস্যদের নাম ঘোষণা করবেন বলে জানা গেছে।
জানা গেছে, প্রথমে ছোট আকারে গঠন করা হলেও পরবর্তীতে আকার বাড়ানো হবে মন্ত্রিসভার।
নতুন মন্ত্রিসভায় যারা স্থান পাচ্ছেন তারা আগামীকাল সোমবার শপথ নিবেন। শপথ অনুষ্ঠানের আমন্ত্রণ জানাতে আজ রোববার বিকেল থেকে টেলিফোন শুরু করছে মন্ত্রিপরিষদ বিভাগ।
শপথ অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গতকাল শনিবার ছুটির দিনেও সচিবালয়, গণভবন ও বঙ্গভবনে ছোটাছুটি করেছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
গত ৩০ ডিসেম্বর নির্বাচনের বিজয়ের পর আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের সংসদ সদস্যরা শপথ নেন ৩ জানুয়ারি।
জোটেরই শরিক হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টি এরইমধ্যে বিরোধী দলে থাকার ঘোষণা দিয়েছে।