Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফ্লোরিডায় দুর্ঘটনা ও বিস্ফোরণে নিহত ৭

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি মহাসড়কে দুটি যাত্রীবাহী বাস ও দুটি বড় রিগের মুখোমুখি সংঘর্ষ ও বিস্ফোরণে অন্তত ৭জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। গেইনেসভাইলের কাছে আলাচুয়ার ৭৫ কিলোমিটার দক্ষিণে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, সংঘর্ষের পর মহাড়কে ডিজেল ছড়িয়ে পড়ে। এতে আগুন ধরে যায়। প্রায় ১৮৯ লিটার ডিজেল পুড়েছে। প্রাথমিকভাবে ছয় জন নিহত হয়েছিলেন। পরে বৃহস্পতিবার রাতে হাসপাতালে সপ্তম ব্যক্তি নিহত হন। আহত ৮ জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের পর সৃষ্ট আগুন নেভান জরুরি সেবার কর্মীরা। এতে মহাসড়কের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় হাইওয়ে কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। নিহতদের শনাক্ত করার কাজ চলছে বলে জানিয়েছেন ফ্লোরিডা হাইওয়ে টহল পুলিশের মুখপাত্র। বোস্টন ডট কম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফ্লোরিডায় দুর্ঘটনা নিহত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ