Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজের পরিচালক নিযুক্ত ডা. রাহাত

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক নিযুক্ত হয়েছেন ডা. মো. আমীর হোসাইন রাহাত। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ পহেলা জানুয়ারি এক প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগ প্রদান করেন। গত ২ জানুয়ারি তিনি আনুষ্ঠানিকভবে দায়িত্ব গ্রহন করেন।

দায়িত্ব গ্রহনের পর দিন তিনি গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন। এসময় হাসপাতালের চিকিৎসকগণ উপস্থিত ছিলেন। গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডের কামারজুরীর কৃতী সন্তান ডা. আমীর হোসাইন রাহাত জেলা বিএমএ এবং স্বাচিপের সভাপতি। তিনি এর আগে সহযোগী অধ্যাপক হিসেবে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে কর্মরত ছিলেন। ডা. রাহাত ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে দেশে এবং বিদেশে অনেক প্রশিক্ষণ কর্মশালায় যোগদান করেছেন।



 

Show all comments
  • Jowel ১ এপ্রিল, ২০২২, ৮:৫৬ এএম says : 0
    Ajke kind covid19 vaksin deoa hobe
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেডিকেল কলেজ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ