Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিরলে আনসার ভিডিপি’র প্রায় ৪০ লাখ টাকা বিতরণ

বিরল (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০১৯, ৭:০৪ পিএম

দিনাজপুরের বিরলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী আনসার ভিডিপি’র মোট ৮শ’ ৪০ জন পিসি, এপিসি ও সদস্য, সদস্যার মাঝে প্রায় ৪০ লাখ টাকা সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে। শনিবার সকালে বিরল উপজেলা আনসার ভিডিপি অফিস চত্বরে এ অর্থ বিতরণ করা হয়। অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অর্থ বিতরণ করেন , দিনাজপুর সার্কেল এডজুডেন্ট অফিসার মোত্তালেব হোসেন। এসময় উপস্থিত ছিলেন, কাহারোল উপজেলা আনসার ভিডিপি অফিসার রহমত আলী এবং বিরল উপজেলা আনসার ভিডিপি অফিসার সোহেল রানা। অনুষ্ঠানে পিসি-এপিসিদের ভ্যাট কর্তন করে মাথাপিছু ৫ হাজার ৭ টাকা ৫০ পয়সা এবং সদস্য-সদস্যাদের মাথাপিছু ৪ হাজার, ৫শ’ সাতান্ন টাকা ৫০ পয়সা করে মোট ৩ লাখ, ৯১ হাজার, ৩শ’ টাকা প্রদান করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ