Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আট বছর পর সিডল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম


বিশ্বকাপের কথা মাথায় রেখে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মিচেল স্টার্ক, জশ হেজেলউড ও প্যাট কামিন্সকে বিশ্রাম দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। দলে ফেরানো হয়েছে বর্ষীয়ান পেসার পিটার সিডলকে। আট বছর পর অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে প্রত্যাবর্তন ঘটল ডানহাতি পেসারের।
অ্যারন ফিঞ্চের নেতৃত্বে অস্ট্রেলিয়ার একদিনের দলে ফিরেছেন ব্যাটসম্যান উসমান খাজা, অফ-স্পিনার নাথান লায়নও। বিশ্বকাপের স্কোয়াডে থাকার ইচ্ছা প্রকাশ করেছিলেন লায়ন। এটা হয়ত সেই ইচ্ছাপূরণের প্রথম ধাপ। একদিনের এই অস্ট্রেলিয়া দলে পরিবর্তন পাঁচটি। আগের দল থেকে বাদ পড়েছেন ক্রিস লিন, ট্র্যাভিস হেড, অ্যাশটন আগার, বেন ম্যাকডারমট ও ডি’আর্চি শর্ট। পিঠের চোটে নেই নাথান কাল্টার-নিল।
অস্ট্রেলিয়া ওয়ানডে দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), জেসন বেহরেনডর্ফ, অ্যালেক্স কারি (উইকেটকিপার), পিটার হ্যান্ডসকম্ব, উসমান খাজা, নাথান লায়ন, মিচেল মার্শ, শন মার্শ, গেøন ম্যাক্সওয়েল, ঝাই রিচার্ডসন, পিটার সিডল, বিলি স্ট্যানলেকে, মার্কাস স্টোইনিস, অ্যাডাম জাম্পা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিডল

৫ জানুয়ারি, ২০১৯
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ