নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : উইকেটের উৎসবটা তার অন্য পেস বোলারদের মতো বন্য নয়। প্রতিপক্ষ ব্যাটসম্যানকে ইংগিত করে অশোভন অঙ্গভঙ্গিও করার পাত্র নন মুস্তাফিজুর। নিজে উৎসব যতোটা না করেন, তার চেয়ে তাকে ঘিরে টীমমেটদের উৎসবটাই যে প্রতিটি ম্যাচে সানরাইজার্সের বিজ্ঞাপন চিত্র! পীচের উপর জায়গায় দাঁড়িয়ে শক্ত বাহু প্রদর্শনীতে সানরাইজার্সের ফিজ এর হাসিটাই বলে দিচ্ছে উইকেটের রহস্য! আইপিএলে নিজের অভিষেক থেকেই রহস্যমানব হয়ে উঠেছেন এই বাঁ হাতি পেস বোলার। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচটি বাদ দিলে প্রতিটি ম্যাচেই উইকেট শিকারি বোলার তিনি। প্রতিটি ম্যাচ শেষেই তাকে নিয়ে এক প্রস্থ আলোচনা, লিজেন্ডারীর প্রশংসা শুনতে হচ্ছে। গুজরাট লায়ন্সের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ২/১৭ এমন বোলিংয়েও পরও ম্যাচ সেরায় বিবেচ্য না হওয়ায় মুস্তাফিজুর ভক্তরা পেয়েছে কস্ট। মাত্র ২ দিনের ব্যবধানে বিশাখাপত্তমে তাদের কস্ট গেছে ভুলে। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু,কিংস ইলেভেন পাঞ্জাব,গুজরাট লায়ন্সের বিপক্ষে ২টি করে উইকেট আছে তার। তবে গতকালই আইপিএলে দেখা পেয়েছেন প্রথম তিন উইকেটের ( ৩/১৬)।
গত ১৮ এপ্রিল অফ কাটারে হারদিক পান্ডের মিডল স্ট্যাম্প দিয়েছিলেন উড়িয়ে নিজেদের মাঠে, ২০ দিন আগের সেই ছবিটা পান্ডের চোখ ঝাপসা করে দিয়েছে। বিশাখাপত্তমে মুস্তাফিজুরের প্রথম বলটি সেই চেনা অফ কাটার, সেই ডেলিভারীর ভয়াবহতা বুঝতে না পেরে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে এসেছেন টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের হাতের মুঠো থেকে জয় ছিনতাই করা এই ভারতীয় ! নামতা গুনে ওভারপ্রতি উইকেটে পরবর্তী শিকার তার সাউদি। সেটিও আবার ওভারের প্রথম বলে। এবং যথারীতি অফ কাটারে কট বিহাইন্ড মুম্বাই ইন্ডিয়ান্সের এই লোয়ার অর্ডার। পরের ওভারের প্রথম বলটি ছিল শ্লোয়ার, উচ্চাভিলাসী স্কুপ শটে ফাইন লেগ দিয়ে বাউন্ডারি মেরে ম্যাকক্লিনগান প্রকারান্তরে তাতিয়ে দিয়েছিলেন মুস্তাফিজুরকে। ওই ওভারের শেষ বলটিতে অফ কাটার বুঝতে না পেরে ব্যাট চালিয়ে হাসিয়েছেন মুস্তাফিজুরকে। মিড উইকেটে শুন্যে তোলা বলটিকে ক্যাচে পরিনত করতে তেমন বেগ পেতে হয়নি হেনরিকসকে। ৩-০-১৬-৩, মুম্বাই ইন্ডিয়ান্সের হাতে মাত্র ১ উইকেট অবশিস্ট থাকায় সেখানেই থামতে হয়েছে মুস্তাফিজুরকে।
সৃস্টিকর্তা প্রদত্ত বোলার মুস্তাফিজুরকে দলে পেয়ে নিজেকে ভাগ্যবান বলে উল্লেখ করে এই জুনিয়রের কাছে শিখতে চেয়েছিলেন অভিজ্ঞ বাঁ হাতি পেস বোলার আশিষ নেহরা। মুস্তাফিজুরের সঙ্গে থাকতে থাকতে সত্যিই শিখেছেন নেহরা। গতকাল তার এক স্পেলেই (৩-০-১৫-৩) মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ থেকে পড়েছে ছিটকে। ওপেনিং পার্টনারশিপের ৮৫ এবং শেখর ধাওয়ানের ৫৭ বলে ৮২ রানের হার না মানা ইনিংসে ১৭৭/৩ স্কোর পুজিঁ পেয়েই নির্ভার হেনরিকের দল। যে দলে মুস্তাফিজুর,ভুবনেশ্বর,নেহরার মতো পেস কম্বিনেশন আছে, ১৭৮’র চ্যালেঞ্জ দিয়ে তারা কেন দূর্ভাবনায় পড়বে? মুম্বাই ইন্ডিয়ান্সকে ৮৫ রানে হারিয়ে চলমান আসরে সবচেয়ে বড় জয়টিও যে নিরপেক্ষ ভেন্যুতে উদযাপন করলো মুস্তাফিজুরের সানরাইজার্স হায়দারাবাদ! জানেন হার দিয়ে আসর শুরু করে ৯ ম্যাচ শেষে পয়েন্ট তালিকায় কেকেআর এবং গুজরাট লায়ন্সের সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠে এসেছে সানরাইজার্স (১২ পয়েন্ট)। গুজরাট লায়ন্স ১০ ম্যাচে,এবং কে কে আর ৯ ম্যাচে ১২ পয়েন্ট। তবে এই দল দু’টিকে রান রেটে পিছিয়ে ফেলে (সানরাইজার্স +০.৬০৯) সবার উপরে এখন মুস্তাফিজুরের দল। এক মুস্তাফিজুরে এতোটাই বদলে গেছে সানরাইজার্স !
জানেন, আইপিএলের চলমান আসরে উইকেট শিকারে রহস্য মানব মুস্তাফিজুরের উপরে কেবল মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাকক্লিনগান (১৪ উইকেট) কোলকাতা নাইট রাইডার্সের আন্দ্রে রাসেল এবং নিজ দলের ভুবনেশ্বরকে ছুঁইয়ে ফেলা (১৩ উইকেট) মুস্তাফিজুর কিন্তু ইকোনমি বোলিং এবং এভারেজে এই তিনজনের উপরে। ম্যাকক্লিনগানকে উইকেট প্রতি ২২.৩৫, আন্দ্রে রাসেলকে ১৭.৪৬ এবং ভুবনেশ্বরকে ২০.৮৪ রান খরচা করতে হয়েছেÑসেখানে মুস্তাফিজুরের উইকেট পিছু খরচা মাত্র ১৫.৬১ রান ! ন্যুনতম ১০ উইকেট পেয়েছেন যারা, তাদের মধ্যে ওভারপ্রতি খরচায়ও সবচেয়ে কম মুস্তাফিজুরের। ম্যাকক্লিনগানের ওভারপ্রতি খরচা ৮.১২,আন্দ্রে রাসেলের ৭.৮২, ভুবনেশ্বরের ৭.৯৭, সেখানে মুস্তাফিজুরের ইকোনমি মাত্র ৬.১৫ ! আসলেই তিনি কাটার বিস্ময়ে হয়ে উঠেছেন রহস্যমানব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।