Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রুশ হামলায় ২৩ হাজার মারা গেছে সিরিয়ায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

সিরিয়ায় ২০১৮ সালে রাশিয়ার বিমান হামলায় বিদেশি মদদপুষ্ট ২৩ হাজার উগ্র তাকফিরি মারা গেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, রাশিয়ার বিমান হামলায় ১৫৯টি যুদ্ধ-ট্যাংক, ৫৭টি সাঁজোয়াযান, ৯০০ কামান এবং প্রায় ৩,০০০ পিকআপ ট্রাক ধ্বংস হয়েছে। এসব পিকআপে মেশিনগান বসানো ছিল; সে হিসাবে প্রায় ৩০০০ হাজার মেশিনগান ধ্বংস হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার যে বিবৃতিতে দিয়েছে তাতে আরো বলা হয়েছে, তিন বছর আগে সিরিয়ায় রুশ বাহিনীর বিমান হামলা শুরুর পর এ পর্যন্ত কমান্ডারসহ ৮৭ হাজার উগ্র সন্ত্রাসী নিহত হয়েছে। এর মধ্যে ককেশাস অঞ্চলের সন্ত্রাসী ছিল ৪,৫০০। তিন বছরের রুশ অভিযানে সন্ত্রাসীদের এক হাজার ক্যাম্প, ১০ হাজার অস্ত্র ও জ্বালানি গুদাম এবং ৬৫০টি ট্যাংক ধ্বংস হয়েছে। ২০১৫ সালের ৩০ জুলাই থেকে রাশিয়া সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠীসহ অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে আসছে। আমেরিকাসহ পশ্চিমা ও তাদের আঞ্চলিক মিত্রদের পৃষ্ঠপোষকতা উপেক্ষা করে রাশিয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে এই কঠোর অভিযান শুরু করে। পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিরিয়ায়

২৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ