Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুস্তাফিজের দিনে সাকিব দ্যুতি

প্রকাশের সময় : ৯ মে, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : বোলিংয়ে পুনে সুপার জায়ান্টসের বিপক্ষে ১/১৪,মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১/৩০Ñএটা না হয় মেনে নেয়া গেল। কিন্তু চেনা সাকিবকে যে যাচ্ছে না আইপিএলে দেখা। ১১, ৩, ৬Ñসাকিবের নামের পাশে এই তিনটি ইনিংস মোটেও মানায় না। তিন নম্বর, চার নম্বর পজিশনে ব্যাটিং পেয়েও সাকিব করেছেন হতাশ নাইট রাইডার্স সমর্থকদের। সাকিব আলো নিভে তা এখন পড়েছে মুস্তাফিজুরের উপর। কোলকাতা নাইট রাইডার্সে নিয়মিত সুযোগটাই যে এখন বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সাকিবের। নিজেকে ফিরে পেতে ঢাকায় থেকে গেছেন ২ দিন। গত বৃহস্পতিবার এবং শুক্রবাবে ক্রিকেট ঢাকায় কাটিয়ে মেয়ে অভ্রি’কে দেখে নিয়েছেন অক্সিজেন। বাকি প্রাণের স্পন্দনটা দিযেছেন ক্রিকেট গুরু সালাউদ্দিন। কোলকাতার নাইট রাইডার্সের টেন্ট ছেড়ে ঢাকায় এসে বোলিং মেশিনে এই দু’দিন করেছেন অনুশীলন সাকিব। দু’দিনই ঘন্টা খানেক সময় করেছেন অনুশীলন, এভাবে নয়,ওভাবেÑফুটওয়ার্কটা হচ্ছে না, স্কয়ার কাটও কেন যেনো নিজের মতো খেলতে পারছেন না সাকিব। এই গলদটাই ধরতে পেরেছেন গাজী গ্রæপ ক্রিকেটার্সের কোচ সালাউদ্দিন। তাতেই হয়েছে কাজ। ক্রিকেট গুরুর এই ২ দিনের তালিমটাই ফিরিয়ে এনেছে চেনা সাকিবকে। গতকাল ইডেন গার্ডেনসে খেলেছেন সাকিব ৫ নম্বরে নেমে ৬৬ রানের হার না মানা ইনিংস।
স্কোরশিটে ২৪ উঠতে ৪ ব্যাটসম্যানকে হারিয়ে দতোদ্যম হননি। উথাপ্পা, গম্ভীর, মানিষ পান্ডে, যাদবের ব্যর্থতা পুষিয়ে দিয়েছেন। পার্টনার হিসেবে পেয়েছিলেন ইউসুফ পাঠানকে। দু’জনে পাল্লা দিয়ে করেছেন রান। আইপিএল ইতিহাসে ৫ম জুটিতে রেকর্ড ১৩৪ রানের পার্টনারশিপে রেখেছেন অবদান সাকিব। চড়াও হয়েছিলেন একটু বেশি ডুয়াইন ব্রাভোর উপর। ৪৯ বলে ৪ বাউন্ডারির পাশে ৪ ছক্কার চারটিতেই বেছে নিয়েছেন তিনি গুজরাট লায়ন্সের এই ক্যারিবিয়ান পেসারকে। যার মধ্যে ১৮তম ওভারে ছিল পর পর ২ বলে মিড উইকেট এবং লং অনের উপর দিয়ে ছক্কা। ১৯তম ওভারে প্রবীন কুমারের শর্ট বলটি ছিল হেলমেট সমান উঁচু, সেই বলকে ফাইন লেগ দিয়ে বাউন্ডারিতে চলমান আসরের প্রথম ফিফটি উদযাপনে লেগেছে তার ৪১টি বল। শেষ ওভারেও ব্রাভোকে মেরেছেন মিড উইকেটের উপর দিয়ে ছক্কা ! ইউসুফ পাঠান ৪১ বলে যেখানে ৭ চার ১ ছক্কায় করেছেন ৬৩, সেখানে সাকিব ৪৯ বলে ৪ চার ৪ ছক্কায় ৬৬। অবিচ্ছিন্ন এই পার্টনারশিপের ১৩৯ এ কোলকাতা নাইট রাইডার্স পেয়েছে চ্যালেঞ্জিং পুঁজি ১৫৮/৪ !
সাকিবের এই ফর্মে ফেরা ইনিংস দেখে যার পর নাই খুশি ক্রিকেট গুরু সালাউদ্দিনÑ‘আমি জানতাম ও রানে ফিরবে। কারন,আমার কাছে বোলিং মেশিনে সব ধরনের বলে ও বিগ শটের অনুশীলন করেছে। ঢাকায় দু’দিনের অনুশীলন শেষে কোলকাতায় ফিরে যাওয়ার আগে আমাকে আশ্বস্ত করে বলেছিল স্যার এই অনুশীলনটা উপকারে আসবে। আজ যখন ও লেগ স্পিনার প্রবীন থাম্বেকে স্কোয়ার কাটে বাউন্ডারি মারল, তখন ধরে নিয়েছি, দিনটি আজ ওরই হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুস্তাফিজের দিনে সাকিব দ্যুতি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ