Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কার্যক্রম গুটিয়েছে অ্যালায়েন্স

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০১৯, ১২:৪৩ এএম

পোশাক কারখানা মূল্যায়নে উত্তর আমেরিকাভিত্তিক পোশাকপণ্যের ক্রেতা ও শ্রম অধিকার সংস্থার জোট অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার্স সেফটি (অ্যালায়েন্স) বাংলাদেশে তাদের কার্যালয় বন্ধ ঘোষণা করেছে। এর মাধ্যমে পূর্বঘোষিত সময়ের মধ্যে জোটটি তাদের কার্যক্রম গুটিয়ে নিল। জোটের ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় জোটের পরিচালনা পরিষদের পক্ষ থেকে বলা হয়, অ্যালায়েন্স ৩১ ডিসেম্বর থেকে তাদের কার্যক্রম বন্ধ করেছে। এখন থেকে অ্যালায়েন্সের কাছে পাঠানো কোনো ই-মেইল আর গ্রহণ করা হবে না। পাঁচ বছর ধরে চলমান অ্যালায়েন্সের কার্যক্রমে সহযোগিতার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বার্তায় আরো বলা হয়েছে, আমরা আরএমজি খাতে কর্মরত হাজারো শ্রমিকের মধ্যে পরিবর্তন আনতে পেরেছি। আশা করছি, আমাদের কর্মসূচির মাধ্যমে আমরা সংশ্লিষ্ট কারখানা, কর্মী ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মধ্যে দীর্ঘমেয়াদি সচেতনতার বোধ তৈরি করতে পেরেছি। এর আগে গত ১২ ডিসেম্বর অ্যালায়েন্স বাংলাদেশে তাদের মূল্যায়ন কার্যক্রমের চূড়ান্ত বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়, কার্যক্রম গুটিয়ে নেয়ার পর অ্যালায়েন্স স্থানীয় সংস্থার মাধ্যমে সম্মিলিতভাবে আওতাভুক্ত কারখানাগুলোয় নিরাপত্তা মানদÐ পর্যবেক্ষণ, প্রশিক্ষণ নির্বাহ ও হেল্পলাইন উন্নয়নের কাজের পরিকল্পনা গ্রহণ করেছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ