Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী ভারতীয় রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

ভারতীয় হাইকমিশনার হর্যবর্ধন শ্রিংলা সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রেসিডেন্ট মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। মি. শ্রিংলা গতকাল বিকেলে বঙ্গভবনে প্রেসিডেন্ট মো. আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। প্রেসিডেন্টের প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, এ সময় প্রেসিডেন্ট আব্দুল হামিদ বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে এবং এই সম্পর্ক ক্রমশ আরো ভাল হচ্ছে।
প্রেসিডেন্ট বাংলাদেশে সাফল্যের সঙ্গে মেয়াদ সম্পন্ন করার জন্য হাইকমিশনারকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ ও ভারতের জনগণের যোগাযোগ বৃদ্ধি পেয়েছে। দু’দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগও বেড়েছে। এদেশে তার দায়িত্ব পালনকালে দু’দেশের সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত হয়েছে। প্রেসিডেন্ট ভবিষ্যতে দু’টি বন্ধুপ্রতীম দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক বাড়াতে ব্যাপক সুযোগ-সুবিধা কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। আন্তরিক সহযোগিতার জন্য প্রেসিডেন্ট ও বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শ্রিংলা বলেন, ভারত সর্বদা বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধি করতে আগ্রহী। অনুষ্ঠানে প্রেসিডেন্টের কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং দূতাবাসের ঢাকা কার্যালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এর আগে গত বুধবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। একই সঙ্গে জাতীয় নির্বাচনে তার দলের বিজয়ে অভিনন্দন জানান এই কূটনীতিক।
ঢাকার ভারতীয় হাইকমিশন গতকাল বৃহস্পতিবার জানায়, হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বিদায়ী বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান। এছাড়া বাংলাদেশে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে তার দলের বিজয়ে অভিনন্দন জানান তিনি।
উভয় দেশের মধ্যকার মৈত্রীবন্ধন প্রসারে তার অঙ্গীকার পূরণে বাংলাদেশ সরকার প্রদত্ত সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান হাইকমিশনার শ্রিংলা। তিন বছর দায়িত্ব পালন শেষে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা আগামী সপ্তাহে ঢাকা থেকে বিদায় নিচ্ছেন। বিদায়ের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রেসিডেন্ট

১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ