Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাপানে ক্ষেপণাস্ত্র মহড়া যুক্তরাষ্ট্রের

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

মার্কিন সামরিকবাহিনী এ বছর জাপানের ওকিনাওয়া দ্বীপে প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র মহড়া চালাবে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। অঞ্চলটিতে চীনের ক্রমবর্ধমান আগ্রাসন ঠেকাতে যুক্তরাষ্ট্র এই মহড়া চালাচ্ছে। সাংকেই শিম্বুন জানিয়েছে, মার্কিন সেনাবাহিনী জাপানের কৌশলগত গুরুত্বপূর্ণ ওকিনাওয়া দ্বীপে দেশটিতে প্রথমবারের মতো এ ধরনের মহড়ায় ভূমি থেকে জাহাজে ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনার কথা মিত্র দেশটিকে জানিয়েছে। পত্রিকাটি আরো জানায়, মহড়ায় ভ্রাম্যমান রকেট লাঞ্চার ব্যবহার করা হবে। একে চীনের সম্ভাব্য ভূমি থেকে সমুদ্রে ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে চীনা রণতরীগুলো প্রায়ই ওকিনাওয়া দ্বীপের আশপাশের জলসীমায় টহল দেয়। জাপানে মোতায়েন মার্কিন সৈন্যদের অধিকাংশই এই দ্বীপে অবস্থান করছে। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাপানে ক্ষেপণাস্ত্র মহড়া
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ